gramerkagoj
বৃহস্পতিবার ● ৯ মে ২০২৪ ২৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
খালেদুর রহমান টিটোর মৃত্যুতে বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দের শোক
প্রকাশ : রবিবার, ১০ জানুয়ারি , ২০২১, ১০:০১:২৫ পিএম
কাগজ সংবাদ:
1610294531.jpg
আওয়ামী লীগ নেতা সাবেক এমপি খালেদুর রহমান টিটোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা মরহুমের আত্মার শান্তি কামনা ছাড়াও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।বিবৃতিদাতারা হলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি, যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য রণজিত কুমার রায়, সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শাহীন চাকলাদার, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, সাবেক মেয়র ও জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহসভাপতি এসএম কামরুজ্জামান চুন্নু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক, আব্দুল মজিদ ও গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির ও মীর জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, প্রচার সম্পাদক মুন্সী মহিউদ্দিন আহমেদ, জাসদের কেন্দ্রীয় সভাপতি হাসানুল হক ইনু, কার্যকরী সভাপতি রবিউল আলম, সাধারণ সম্পাদক শিরিন আক্তার, জেলা জাসদের সাধারণ সম্পাদক অশোক রায়, যশোর সদর উপজেলা চেয়ারম্যান নূরজাহান ইসলাম নীরা, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজামান মিঠু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূরে আলম মিলন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আবুল হোসেন, এস এম হুমায়ুন কবীর কবু, অ্যাডভোকেট আবু সেলিম রানা, কাজী বর্ণ উত্তম, কামাল হোসেন, এসএম রবি সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা ও জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ওয়াহিদুজ্জামান বাবলু, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির নেতা দেলোয়ার রহমান দিপু, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি আমিরুল ইসলাম রন্টু, সাধারণ সম্পাদক ফিরোজ ইকবাল, জেলা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতি আসাদ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম বাবু, শহর কমিটির সভাপতি সঞ্চিতা বিশ্বাস, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম দীপু, যশোর পুরাতন কসবাস্থ আঞ্জুমান আরা একাডেমির সভাপতি সমাজসেবক সৈয়দ ওসমান মঞ্জুর জানু, প্রতিষ্ঠাতা সদস্য ও সমাজসেবক শাহজালাল ফন্টু, প্রধান শিক্ষক জাকির হোসেনসহ শিক্ষকবৃন্দ, যশোর জেলা ডিপ্লোমা মেডিকেল প্রাকটিশনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মুক্তিযোদ্ধা ইউসুফ আলী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু প্রমুখ।শোক প্রকাশ করেছেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক আহসান কবীর, ডাক্তার আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের পক্ষে অধ্যক্ষ ইকবাল হোসেন,  জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ এইচ,এম মুযহারুল ইসলাম মন্টু, যশোর সাংবাদিক ইউনিয়ন জেইউজে’র সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সহসভাপতি প্রদীপ ঘোষ, সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, যুগ্ম সম্পাদক তবিবর রহমান, কোষাধ্যক্ষ স্বপ্না দেবনাথ এবং নির্বাহী সদস্য ডিএইচ ডিলশান ও রিপন হোসেন, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মনোতোষ বসু, যুগ্ম মহাসচিব সাকিরুল কবীর রিটন, সদস্য নুর ইমাম বাবুল ও গোপীনাথ দাস, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি শহিদ জয়, সহসভাপতি মুর্শিদুল আজিম হিরু, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, যুগ্ম সম্পাদক এসএম ফরহাদ, দপ্তর সম্পাদক ইকতিয়ার রহমান ইমন, কোষাধ্যক্ষ গালিব হাসান পিল্টু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মীর কামরুজ্জামান মনি ও  নির্বাহী সদস্য সাইফুর রহমান সাইফ,যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহম্মেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম,বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির  জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আবুবকর সিদ্দিকী, সাধারণ সম্পাদক সবদুল হোসেন খান,জাতীয় কৃষক সমিতির নেতা আব্দুল মাজেদ, জাতীয় শ্রমিক ফেডারেশন জেলা কমিটির সভাপতি ইউনুস তালুকদার, সাধারণ সম্পাদক শামীম বিশ্বাস, বাংলাদেশ যুব মৈত্রীর জেলা সভাপতি অনুপ কুমার পিন্টু, সাধারণ সম্পাদক মোস্তফা হুমায়ুন কবির, বাংলাদেশ ছাত্র  মৈত্রীর জেলা সভাপতি শ্যামল শর্মা, সাধারণ সম্পাদক অরুপ মৈত্র।  পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ আতিকুর রহমান বাবু, যশোর জেলা শাখার আহবায়ক কামরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান হৃদয়, সদস্য হিরক চৌধুরী, শাহাজাদা নেওয়াজ ও কামাল হোসেন। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি যশোর জেলা শাখার চেয়ারম্যান নাদুর হোসেন বিশ্বাস, যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির সভাপতি আলী আকবর, সাধারণ সম্পাদক অসীম কুন্ডু, স্বেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি আসাদুজামান মিঠু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূরে আলম মিলন, যুগ্ম সম্পাদক সমীর কুন্ডু, সাংগঠনিক সম্পাদক ইমামুল কবির, শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এসএম মাহমুদুল হাসান, জাতীয় যুবজোটের জেলা সভাপতি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক আবুল বাসার মুকুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকউজ্জামান, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজামান মিঠু, যশোর সাহিত্য পরিষদের পক্ষে সাধারণ সম্পাদক এ এস এম মাহফুজুর রহমান। শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শাহাজাদা নেওয়াজ, শেখ ইব্রাহীম ও নজরুল ইসলাম, সদস্য ওবাইদুল্লাহ, বিপ্লব হোসেন, শেখ কামরুজ্জামান, শামীম হোসেন, মাহমুদুল হাসান নাহিদ, ৬ নং ওয়ার্ড আহ্বায়ক এনামুল হক সুমন, যুগ্ম আহ্বায়ক আশিকুল ইসলাম আকাশ,মীর কাইয়ুম আলী প্রমুখ। শোক প্রকাশ করেছেন বাংলা সংস্কৃতি চর্চা কেন্দ্র লাল সবুজের সভাপতি মবিনুল ইসলাম মবিন ও সম্পাদক এস এম আরিফ। একইভাবে মাইকেল সঙ্গীত একাডেমির সভাপতি নওরোজ আলী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, কিংশুক সঙ্গীত শিক্ষা কেন্দ্রের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, মাগুরা কল্যাণ ফোরাম যশোরের সভাপতি মোহন মিয়া, সাবেক সভাপতি নাদুর হোসেন বিশ্বাস ও সাধারণ সম্পাদক শেখ দিনু আহম্মেদ, যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশিদ বাচ্চু, সাধারণ সম্পাদক মোর্ত্তজা হোসেন, সাবেক সভাপতি শ্রীভূষণ ঘোষ, শাহাজান গামা, আজিজুল আলম মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান ও সাবেক যুগ্ম সম্পাদক মশিয়ার রহমান শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেছেন নিরাপদ সড়ক চাই যশোর জেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট আবু মুরাদ ও আব্দুল আজিজ বিশ্বাস, জেলা শাখার সভাপতি সাদেকুর রহমান আজাদ, সাধারণ সম্পাদক শেখ আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক এম তারাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি ফজলুর রহমান, বিবর্তন যশোরের সভাপতি নওরোজ আলম খান চপল, সাধারণ সম্পাদক দীপঙ্কর বিশ্বাস, ভোরের সাথীর সভাপতি মতিয়ার রহমান বাবু, সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ, সুরধুনীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, অধ্যক্ষ অর্ধেন্দু প্রসাদ ব্যানার্জী, নান্নু চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্টের নেতৃবৃন্দ, জাতীয় রিকশা ভ্যান শ্রমিক লীগের সভাপতি খোকন শেখ ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। আরও পড়ুন...⋙ চলে গেলেন খালেদুর রহমান টিটো⋙ যশোর ক্রীড়াঙ্গণেও অবাধ বিচরণ ছিল জনমানুষের নেতা টিটোর⋙ রিকশায় শহরময় ঘুরতে দেখা যাবে না প্রিয় নেতাকে

আরও খবর

🔝