gramerkagoj
শুক্রবার ● ৩ মে ২০২৪ ২০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
‘স্কুল খোলার পক্ষে ৬০ শতাংশ মানুষ’
প্রকাশ : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি , ২০২১, ০৬:৫৭:৫১ পিএম
ঢাকা অফিস::
1614085138.jpg
এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের অনলাইন জরিপে দেখা গেছে ৬০ দশমিক ৫ শতাংশ মানুষ স্কুল খোলার পক্ষে। ১ হাজার ৯৬০ জনের ওপর জরিপ চালানোর পর এ তথ্য পাওয়া গেছে।এ জরিপে আরও জানা গেছে, প্রায় ৫৫ শতাংশ অভিভাবক তাদের সন্তানকে স্কুলে পাঠাতে স্বস্তি পাচ্ছেন না। অর্ধেক অভিভাবক সন্তানদের স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলতে সক্ষম না বলেও মনে করেন। ২৩ ফেব্রুয়ারি ‘অবশেষে স্কুল খুলছে: আমরা কতখানি প্রস্তুত?’ শীর্ষক এক ভার্চুয়াল সংলাপে এইসব তথ্য তুলে ধরে 'এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ'।১৭ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে এই জরিপ চালানো হয়। সংলাপে জরিপ থেকে পাওয়া তথ্য তুলে ধরেন সেন্টার ফর পলিসির যুগ্ম পরিচালক অভ্র ভট্টাচার্য। জরিপে অংশে নেওয়াদের ৫৭৬ জন অভিভাবক এবং ৩৭০ জন শিক্ষক। বাকিরা ছিলেন অন্যান্য পেশার। ৮৭ শতাংশ অভিভাবক স্বাস্থ্য নির্দেশিকা সমন্ধে জানেন বলে উঠে এসেছে এই জরিপে। ৫৪ দশমিক ৭ শতাংশ অভিভাবক মনে করেন এখন সন্তানদের স্কুলে পাঠানো নিরাপদ নয়। 'সন্তানরা স্বাস্থ্যবিধি মানতে সক্ষম নয়' এমনটা মনে করেন ৫০ দশমিক ৭ ভাগ অভিভাবক। অন্যদিকে, ৮৭ শতাংশ শিক্ষক স্কুলে যেতে নিরাপদ বোধ করছেন। একই পরিমাণ শিক্ষক মনে করেন তাদের নিজ স্কুলে স্বাস্থ্য নির্দেশনা মানতে পারবেন।এ সংলাপে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নেহাল আহমেদ, প্রবীণ শিক্ষকনেতা কাজী ফারুক আহমেদ, ব্র্যাকের শিক্ষা কর্মসূচির পরিচালক শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

আরও খবর

🔝