gramerkagoj
শনিবার ● ৪ মে ২০২৪ ২১ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বিক্ষোভ প্রস্তুতিকালে শাহবাগ থেকে ১০ ছাত্র আটক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি , ২০২১, ০১:২৩:৪৯ পিএম
ঢাকা অফিস:
1614237864.jpg
ঢাকার শাহবাগ থেকে দশ ছাত্রকে আটক করেছে পুলিশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া চলমান পরীক্ষা নেয়ার দাবিতে বৃহস্পতিবার সকালে বিক্ষোভে অংশ নেয়ার জন্য শিক্ষার্থীরা জড়ো হওয়ার সময় পুলিশ তাদের আটক করে। সকাল সাড়ে ১০টার দিকে আটক শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়।শিক্ষার্থীরা অভিযোগ করেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে ও পরীক্ষা চালুর দাবিতে সকাল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেয়ার জন্য শাহবাগে জড়ো হচ্ছিলেন। কিন্তু, বিক্ষোভ শুরুর আগেই পুলিশ অন্তত দশ শিক্ষার্থীকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়। আটকদের পরিচয় জানা যায়নি।ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা অনলাইনে শাহবাগ মোড় অচল করে দেয়ার পরিকল্পনা করেছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জিজ্ঞাসাবাদের জন্য কিছু ছাত্রকে আটক করা হয়েছে’। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার শিক্ষামন্ত্রী দীপু মনির ঘোষণার পর চলমান পরীক্ষা স্থগিত করে। আগামী ২৪ মে থেকে স্থগিত হওয়া পরীক্ষা শুরু হবে বলে বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছে। এসব পরীক্ষার সংশোধিত সূচিও দ্রুত প্রকাশ করা হবে।

আরও খবর

🔝