gramerkagoj
রবিবার ● ১৯ মে ২০২৪ ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
শিরোনাম
শিরোনাম ইসরায়েলগামী অস্ত্রের জাহাজকে বন্দরে জায়গা দিল না স্পেন যশোর পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নে সভাপতি বাচ্চু, সম্পাদক মোর্ত্তজা যুবমহিলালীগ থেকে ফাতেমা আনোয়ার বহিস্কৃত মাগুরা রেলপথ যাবে ঝিনাইদহের কালীগঞ্জ -রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম এমপি মণিরামপুরে এমপি ইয়াকুব আলীর সংবর্ধনা শান্তির জনপদে অশান্তির অপচেষ্টা চালালে প্রতিহত করতে হবে বিপুল ফারাজীকে বিজয়ী করতে বীরমুক্তিযোদ্ধাদের সভা কেশবপুরে নবনির্বাজিচত চেয়ারম্যান-ওসির বিরুদ্ধে মামলার ঘটনায় সংবাদ সম্মেলন চেয়ারম্যান পদে মোস্তানিছুর-হাবিব সমানে সমান ঝিনাইদহে এসএসসি পরীক্ষার আগেই ২১৩ ছাত্রী বাল্যবিয়ের শিকার ঝিনাইদহে আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ২০, আটক ৫
প্রত্যাবাসন না হওয়ায় রোহিঙ্গাদের মাঝে ক্ষোভ
প্রকাশ : সোমবার, ১ মার্চ , ২০২১, ০৩:৪১:১২ পিএম
কক্সবাজার সংবাদদাতা ::
1614592567.jpg
এখনো স্বদেশে ফিরতে না পারা বা প্রত্যাবাসনে কোন আশার আলো না দেখায় চরম ক্ষোভ বিরাজ করছে রোহিঙ্গাদের মাঝে। দীর্ঘ সাড়ে ৩ বছরেও কোন রোহিঙ্গার ফেরত না যাওয়ার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। তবে আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গাদের ন্যায় বিচার নিশ্চিত করতে আইনি সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছে ওআইসির প্রতিনিধি দল। ৭৪ বছরের ফয়জুল ইসলাম; দু'বার মিয়ানমারে ফিরে গিয়েও নির্যাতন থেকে বাঁচাতে আবারও পালিয়ে আসতে বাধ্য হয়েছেন বাংলাদেশে। পরিবারের ১৮ সদস্য নিয়ে সাড়ে ৩ বছর ধরে অবস্থান করছেন উখিয়ার কুতুপালং ক্যাম্পে। স্বদেশে ফিরতে চাইলেও পারছেন না ফিরতে।তিনি বলেন, চার বছর ক্যাম্পে আছি। বিভিন্ন দেশের বড় বড় মানুষ আমাদের দেখে চলে যায়। কোনো সমাধান হচ্ছে না। শুধু ফয়জুল ইসলাম নন; এরকম অনেক রোহিঙ্গা মিয়ানমারে ফিরে গিয়েও পুনরায় নির্যাতনের কারণে পালিয়ে এসেছে বাংলাদেশে। তারা বলছেন; ক্যাম্পে বার বার দেখতে আসলেও তাদের ফেরত পাঠানোর ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা প্রশ্নবিদ্ধ।২৮ ফেব্রুয়ারি বিকেলে ক্যাম্পে পরিদর্শনে আসে ওআইসি'র ৫ সদস্যের প্রতিনিধি দল। তারা ঘন্টাব্যাপী বৈঠক করেন ৩৪ টি আশ্রয় শিবিরের রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে। এসময় ওআইসি'র সহকারি মহাসচিব ইউসেফ আলডোবেয়া জানান, আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গারা যাতে ন্যায় বিচার পান তার জন্য কাজ করছেন তারা।তিনি বলেন, ওআইসি সব সময় রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছে। রোহিঙ্গাদের সম্মানের সাথে তাদের দেশে ফেরানোর জন্য আমরা কাজ করছি।বাংলাদেশ এখন পর্যন্ত সাড়ে ৮ লাখ রোহিঙ্গার তালিকা দিলেও মিয়ানমার চায় এখন পর্যন্ত যাচাই করা ৪২ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে। কিন্তু এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো যায়নি।

আরও খবর

🔝