gramerkagoj
রবিবার ● ২৮ এপ্রিল ২০২৪ ১৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
টোকিও অলিম্পিক বর্জন উত্তর কোরিয়ার
প্রকাশ : মঙ্গলবার, ৬ এপ্রিল , ২০২১, ০৭:২১:১০ পিএম
ক্রীড়া ডেস্ক::
1617715332.jpg
টোকিও অলিম্পিকে অংশ নিচ্ছে না উত্তর কোরিয়া। এমন ঘোষণা দিয়ে দেশটি জানিয়েছে, কোভিড-১৯ থেকে নিজ দেশের অ্যাথলেটদের রক্ষা করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে অবশ্য প্রতিবেশি দেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে নতুন সম্পর্ক গড়া হচ্ছে না উত্তর কোরিয়ার। কেননা এই গেমসের মাধ্যমেই দক্ষিণ কোরিয়া আশা করেছিল দু’দেশের বর্ডার সমস্যার সমাধান হবে।পিয়ংইয়ং জানিয়েছে, তাদের দেশে এখন পর্যন্ত কোনো করোনা রোগী নেই। অবশ্য বিশেষজ্ঞরা এমন মন্তব্যের সঙ্গে একমত নয়। এদিকে করোনার কারণে প্রথম কোনো দেশ হিসেবে অলিম্পিক বর্জন করলো উত্তর কোরিয়া।  এর আগে গত বছর টোকিও অলিম্পিক হওয়ার কথা ছিল। তবে কোভিড-১৯ বিশ্বজুড়ে ভয়াবহ আকারে দেখা দিলে আসরটি এক বছর পিছিয়ে দেওয়া হয়। স্থগিত করায় প্যারালিম্পিকও।আগামী ২৩ জুলাই নতুন সূচিতে শুরু হবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞটি। যেখানে শেষ হবে ৮ অগাস্ট।

আরও খবর

🔝