gramerkagoj
রবিবার ● ১৯ মে ২০২৪ ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
শিরোনাম
শিরোনাম ইসরায়েলগামী অস্ত্রের জাহাজকে বন্দরে জায়গা দিল না স্পেন যশোর পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নে সভাপতি বাচ্চু, সম্পাদক মোর্ত্তজা যুবমহিলালীগ থেকে ফাতেমা আনোয়ার বহিস্কৃত মাগুরা রেলপথ যাবে ঝিনাইদহের কালীগঞ্জ -রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম এমপি মণিরামপুরে এমপি ইয়াকুব আলীর সংবর্ধনা শান্তির জনপদে অশান্তির অপচেষ্টা চালালে প্রতিহত করতে হবে বিপুল ফারাজীকে বিজয়ী করতে বীরমুক্তিযোদ্ধাদের সভা কেশবপুরে নবনির্বাজিচত চেয়ারম্যান-ওসির বিরুদ্ধে মামলার ঘটনায় সংবাদ সম্মেলন চেয়ারম্যান পদে মোস্তানিছুর-হাবিব সমানে সমান ঝিনাইদহে এসএসসি পরীক্ষার আগেই ২১৩ ছাত্রী বাল্যবিয়ের শিকার ঝিনাইদহে আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ২০, আটক ৫
করোনা শনাক্তের সব রেকর্ড ভাঙল ভারত
প্রকাশ : বৃহস্পতিবার, ৮ এপ্রিল , ২০২১, ০৬:৫৭:২২ পিএম
আন্তর্জাতিক ডেস্ক::
1617886797.jpg
বাংলাদেশের নিকটতম প্রতিবেশী ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় এক লাখ ২৬ হাজার ৭৮৯ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ভারতে করোনা মহামারি শুরুর পর একদিনে এত রোগী আগে কখনো শনাক্ত হয়নি। পাশাপাশি একই সময়ে সেখানে আরও ৬৮৫ জনের মৃত্যু হয়েছে। ভারতের গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ভারতজুড়ে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। গত সোমবার (৫ এপ্রিল) প্রথমবারের মতো করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যায়। পরদিন মঙ্গলবার (৬ এপ্রিল) সেটি একটু কমলেও বুধবার (৭ এপ্রিল) তা বেড়ে এক লাখ ১৫ হাজারে পৌঁছায়। পরে বৃহস্পতিবার (৮ এপ্রিল) আক্রান্তের সংখ্যা আরও বেড়ে এক লাখ ২৬ হাজার ৭৮৯ জনে দাঁড়িয়েছে। একদিনে আক্রান্তের হিসেবে এই সংখ্যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯ লাখ ১০ হাজার ৩১৯ জন।টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ভারতের পশ্চিমাঞ্চলীয় এবং দেশটির দ্বিতীয় জনবহুল রাজ্য মহারাষ্ট্রে করোনার প্রকোপ সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৯০৭ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে ৩২২ জনের। ভারতের মোট সক্রিয় রোগীর অর্ধেকেরও বেশি শুধু মহারাষ্ট্রেই। রাজ্যটির বিভিন্ন জেলার পাশাপাশি বেশি খারাপ পরিস্থিতি রাজ্যের রাজধানী মুম্বাইয়ের। করোনায় দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত রাজ্য ছত্তিশগড়। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৩১০ জন। করোনার প্রথম ঢেউয়ে রাজ্যটির পরিস্থিতি এত খারাপ ছিল না।

আরও খবর

🔝