gramerkagoj
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০২৪ ১৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণে ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
প্রকাশ : বৃহস্পতিবার, ৮ এপ্রিল , ২০২১, ০৬:৫৭:৩১ পিএম
খুলনা প্রতিনিধি::
1617888220.jpg
খুলনার তেরখাদা উপজেলায় গণপূর্ত বিভাগের ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ নিয়ে ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং গুণগতমান ঠিক না রেখে কাজ করা হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। দ্রুত এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। জানা গেছে, প্রায় সাড়ে ৩ কোটি ব্যয়ে নির্মিত হচ্ছে খুলনার তেরখাদা উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন। গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে এ কাজের বাস্তবায়ন করছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। করোনা পরিস্থিতির কারণে কাজটি কয়েক মাস বন্ধ রাখা হয়েছিল। সরেজমিনে দেখা যায়, ভূমি উন্নয়নের জন্য বালু ব্যবহারের কথা থাকলেও পুরনো ভবনের ভাঙা পলেস্তারা ও মাটি ব্যবহার করা হয়েছে। মাঝে মাঝে ব্যবহার করা হচ্ছে জমাট বাঁধা সিমেন্ট। ব্যবহার করা হচ্ছে নিম্নমানের পাথর। ২২ মিলি রডের পরিবর্তে ১৬ মিলি রড।ঠিকাদারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা বলছেন, একটি পিলার বাঁকা হয়েছে। সেটা ঠিক করা হবে। এ ছাড়া জমাট বাঁধা সিমেন্ট ব্যবহার না করে পাশে রাখা হয়েছে।এ বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন তেরখাদা উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম। আর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.লতিফুল ইসলাম অভিযোগের বিষয়টি সঠিক নয় বলে দাবি করেন।আগামী জুন মাসে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে বলে গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে।

আরও খবর

🔝