gramerkagoj
শুক্রবার ● ৩ মে ২০২৪ ২০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
সারা বছর মাঠে থেকে ভোটের দিনই অঘটন শ্রী লেখার জীবনে
প্রকাশ : শনিবার, ১০ এপ্রিল , ২০২১, ০৮:৪২:০৪ পিএম
বিনোদন ডেস্ক : :
1618065812.jpg
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার চতুর্থ দফার নির্বাচনে শনিবার স্থানীয় সময় সকাল সাতটা থেকে ভোট হয়েছে সন্ধ্যা সাতটা পর্যন্ত। পাঁচ জেলার ৪৪টি আসনে আজই সবচেয়ে বেশি তারকা প্রার্থী লড়েছেন। তবে তারকা প্রার্থীদের বাইরে পশ্চিমবঙ্গে ভোটারদের আগ্রহ ছিলো অভিনেত্রী শ্রীলেখা মিত্রের প্রতি। প্রার্থী না থেকেও তিনি এবারের নির্বাচনে শুরু থেকেই সক্রিয় ছিলেন, আছেন। শুরু থেকেই প্রকাশ্যে বাম শিবিরের সমর্থক শ্রীলেখা। প্রথম থেকেই লাল রঙের প্রতি নিজের আশা ও ভরসার কথা জানিয়েছেন এই অভিনেত্রী। দলবদলের রাজনীতি থেকে নিজেকে সরিয়ে লালে অবস্থান রেখেছেন তিনি। কিন্তু শেষমেষ ভোটের দিনই অঘটন। ১০ এপ্রিল ভোটের দিন অসুস্থ হয়ে পড়েছেন শ্রীলেখা মিত্র। বাসায় বিশ্রাম নিচ্ছেন তিনি। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জানিয়েছেন, করোনার উপসর্গ নিয়ে বাসাতেই আছেন শ্রীলেখা। হালকা জ্বর, গায়ে প্রচ- ব্যথা। সঙ্গে দুর্বলতা। তবে তিনি জানিয়েছেন, করোনায় আক্রান্ত নন তিনি।শ্রীলেখা মিত্র টালিউড তারকাদের দল পাল্টানোর রীতিকে বারবার সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা করেছেন। প্রার্থী না হয়েও প্রার্থীর মতোই নির্বাচনের মাঠে ছিলেন এই অভিনেত্রী। এমনও হয়েছেন, এক দিনে তিন জায়গায় প্রচার সেরেছেন। বক্তৃতা দিয়েছেন।তবে ঘরে বসেও চালিয়েছেন প্রচার ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘বুঝেশুনে ভোট দেবেন। আপনার ভোটের ওপর নির্ভর করছে, আগামী পাঁচ বছর আপনি কেমন থাকবেন। আপনার পরিবার, সন্তান, পরিবেশ কেমন থাকবে।’ তার পরেই নিজের পছন্দের দলকে সমর্থন করে বলেছেন, ‘একজন বাম সমর্থক হিসেবে আমার একটাই বিশ্বাস, হাল ফেরাতে হলে লাল শিবিরই একমাত্র বিকল্প।’

আরও খবর

🔝