gramerkagoj
বুধবার ● ১ মে ২০২৪ ১৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
শিমুলিয়ায় ঘরমুখো মানুষের ঢল
প্রকাশ : মঙ্গলবার, ১৩ এপ্রিল , ২০২১, ০৪:৪০:০৯ পিএম
কাগজ ডেস্ক ::
1618311104.jpg
করোনা নিয়ন্ত্রণে বুধবার (১৪ এপ্রিল) থেকে সর্বাত্মক লকডাউন এবং রোজাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের ঢল নেমেছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে হিমশিম অবস্থা তৈরি হয়েছে। এছাড়া হাজার-হাজার যাত্রী ঝুঁকি নিয়ে ট্রলারে পদ্মা পাড়ি দিচ্ছেন।মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল থেকে পদ্মা পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছাতে দক্ষিণবঙ্গের মানুষ ঘাট এলাকায় ভিড় জমাচ্ছে। পারাপারের জন্য ঘাটে অপেক্ষা করেছে সহস্রাধিক যানবাহন। এসব যানবাহন ও যাত্রী পারাপারে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বর্তমানে ১৫টি ফেরি ব্যবহার করা হচ্ছে।গণপরিবহন বন্ধ থাকার নির্দেশনায় লঞ্চও বন্ধ রয়েছে। ফলে বাড়তি চাপ পড়েছে ফেরিতে। আর নিয়ম অমান্য করে কর্তৃপক্ষের সামনেই চলছে স্পিডবোট। এসব নৌযানে যাত্রীদের লাইফ জ্যাকেট, স্বাস্থ্যবিধি কোনটই মানা হচ্ছে না। নেয়া হচ্ছে দুই থেকে তিনগুণ বেশি ভাড়া।বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের উপ-মহাব্যবস্থাক মো. শফিকুল ইসলাম জানান, লঞ্চ বন্ধে ফেরিতে যাত্রীর বেশি চাপ পড়েছে। যাত্রীদের সচেতন ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।

আরও খবর

🔝