gramerkagoj
শনিবার ● ৪ মে ২০২৪ ২১ বৈশাখ ১৪৩১
gramerkagoj
শিরোনাম
শিরোনাম রক্তিম কৃষ্ণচূড়ায় মেতেছে খানসামা উপজেলার প্রকৃতি কলাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু স্মার্ট নাজিরপুর গড়তে শাহিনকে উপজেলা চেয়ারম্যান করতে একট্টা এলাকাবাসী হাতীবান্ধায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১০ তরুণদের কর্মক্ষমতাকে কাজে লাগিয়ে অর্থনীতি সমৃদ্ধ করা সম্ভব : স্থানীয় সরকার মন্ত্রী যুদ্ধবিরতিতে রাজি হামাস, যে কোনো সময় ঘোষণা মোরেলগঞ্জে হত্যা মামলার আসামীদের গ্রেফতারসহ ফাঁসির দাবিতে এলাকাবসীর মানবন্ধন গঠনমূলক সমালোচনাকে আমরা স্বাগত জানাই : তথ্য প্রতিমন্ত্রী ব্যয় নিয়ন্ত্রণ করুন কুম্ভ, বিষণ্নতায় ভুগবেন কর্কট অভিযোগ এলে প্রার্থিতা বাতিল হতে পারে : ইসি রাশেদা
খুশকি দূর করুন দুই উপাদানে
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল , ২০২১, ০২:২১:২৭ পিএম
কাগজ ডেস্ক ::
1618475620.jpg
শীতকালের স্বাস্থ্য সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটি হলো খুশকি। নারী পুরুষ যে কারোরই এ সমস্যা হতে পারে। আর তা নিয়ে বিব্রতকর সমস্যায়ও পড়তে হয়।খুশকির কারণে বেড়ে যায় ব্রণ ও অ্যালার্জির সম্ভাবনাও। সেসঙ্গে চুল পড়া ও চুলকানির সমস্যা তো আছেই। খুশকি নিরাময়ে অনেকেই ভরসা রাখেন অ্যান্টি ড্যানড্রফ শ্যাম্পুর ওপর। তবে এ ক্ষেত্রে ব্যবহার করতে পারেন প্রাকৃতিক উপাদান।রসুনবহু উপকারিতা সমৃদ্ধ উপাদান রসুন। এটি স্বাস্থ্যের জন্য যেমন ভালো, তেমনি উপকারী চুলের জন্যও। রসুনে থাকা অ্যান্টি ফাঙ্গাল উপাদান খুশকি দূর করতে সক্ষম। রসুন ব্লেন্ড করে এর রসের সঙ্গে সামান্য পানি মিশিয়ে নিন। এই মিশ্রণ মাথার ত্বকে লাগান। চাইলে এর সঙ্গে মেশাতে পারেন সামান্য মধু ও আদার রস। সপ্তাহে তিনদিন এই মিশ্রণ ব্যবহার করলে মুক্তি মিলবে খুশকি থেকে।অ্যালোভেরাচুলের যাবতীয় সমস্যা দূরীকরণে জাদুকরী ভূমিকা রাখে অ্যালোভেরা। এটি চুলের ঘনত্ব বাড়ায়, চুল পড়া বন্ধ করে, খুশকির সমস্যা দূর করে। অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান রয়েছে এতে। খুশকি দূর করতে অ্যালোভেরার রস ও নারকেল তেল একসঙ্গে মিশিয়ে নিন। এই তেল ব্যবহারে খুশকি দূর হবে চটজলদি।তবে আর কী, চুলের যত্নে ব্যবহার করুন উপকারী এই দুই উপাদান।

আরও খবর

🔝