gramerkagoj
রবিবার ● ৫ মে ২০২৪ ২১ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ফরাসি কাপের শিরোপা ধরে রাখল পিএসজি
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ মে , ২০২১, ০৭:৩০:২০ পিএম
ক্রীড়া ডেস্ক::
1621517466.jpg
এমবাপে গোল করলেন ও করালেন। তার নৈপুণ্যে মোনাকোকে হারিয়ে ফরাসি কাপের শিরোপা ধরে রাখল ল পিএসজি। প্যারিসে বুধবার রাতে ২-০ গোলে জিতেছে মাওরিসিও পচেত্তিনোর দল। প্রথমার্ধে মাউরো ইকার্দি দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান এমবাপে। ফরাসি কাপে পিএসজির এটি টানা দ্বিতীয় ও মোট চতুর্দশ শিরোপা। দ্বিতীয় সর্বোচ্চ ১০ বার এর শিরোপা জিতেছে মার্সেই।পাঁচবারের চ্যাম্পিয়ন মোনাকোর তিন দশকের অপেক্ষার অবসান হলো না এবারও। ১৯৯১ সালে সবশেষ শিরোপা জেতা দলটি এর আগে শেষবার ফাইনালে খেলেছিল ২০১০ সালে। সেবারও পিএসজির বিপক্ষেই হেরেছিল তারা।আকসেল দিসাসির মারাত্মক ভুলে ১৯ মিনিটে এগিয়ে যায় পিএসজি।  ৮০ মিনিটে দ্বিতীয় গোল প্রায় পেয়েই যাচ্ছিল দলটি। বেশ দূর থেকে এমবাপের নেওয়া শট ক্রসবার কাঁপায়। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন এই তরুণ তারকা। আনহেল দি মারিয়ার ডিফেন্স চেরা পাস পেয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জাল খুঁজে নেন তিনি।এবার ডাবল জেতার হাতছানি পচেত্তিনোর দলের সামনে। অবশ্য লিগ ওয়ানে নিজেদের সবশেষ ম্যাচে জিতলেও শিরোপা ধরে রাখার নিশ্চয়তা নেই তাদের। ৩৭ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিল। ১ পয়েন্ট কম নিয়ে তাদের পেছনেই পিএসজি।৭৭ পয়েন্ট নিয়ে তিনে থাকা মোনাকোও কাগজে-কলমে রয়েছে শিরোপা লড়াইয়ে। তবে বাস্তবিক তেমন কোনো সম্ভাবনা নেই তাদের।

আরও খবর

🔝