gramerkagoj
সোমবার ● ৬ মে ২০২৪ ২৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
তদন্ত ছাড়াই মামলা, হোম আইসোলেশনে থাকা করোনা রোগীও আসামি!

❒ রেল রোডে মনগড়া নার্রী নির্যাতন

প্রকাশ : বুধবার, ২৬ মে , ২০২১, ০৯:৪৮:০৯ পিএম
অভিজিৎ ব্যানার্জী:
1622044112.jpg
মনগড়া নারী নির্যাতন ঘটনা সাজিয়ে দাখিল করা একটি অভিযোগ তদন্ত ছাড়াই যশোর কোতোয়ালি থানায় মামলা হিসেবে রেকর্ড হয়েছে। যশোর শহরের রেলরোডে ওরিয়ন ইন্টারন্যাশনাল হোটেলের পশ্চিম পাশের রাস্তার উপর যৌতুকের দাবিতে মারপিট করা হয়েছে এমন কল্প কাহিনী সাজানো হয়েছে। অবস্থা এতোটাই বেগতিক যে প্রেমজ সম্পর্কের গোপন বিয়ে হলেও মামলায় ছেলের দুই মামাকে ফাঁসানো হয়েছে, যারা ঘটনা একেবারের অবগত নন। আরো  মজার ও হাস্যকর ব্যাপার হচ্ছে, হোম আইসোলেশনে থাকা করোনা রোগী মামা শ^শুরকেও আসামি করা হয়েছে। বানোয়াট অভিযোগ মামলা রেকর্ড ও পুলিশ দিয়ে নির্দোষ লোকজনকে হয়রানী করার ঘটনায় তুমুল হৈচৈ শুরু হয়েছে।  একাধিক সূত্র থেকে তথ্য মিলেছে, মণিরামপুরের মাছনা গ্রামের আব্দুল লতিফের ছেলে ইফতেখার আহমেদ (২৩) তার মামা যশোরের বারান্দীপাড়া খেজুর বাগান এলাকার রায়হান খোকার বাড়িতে বসবাসের এক পর্যায়ে ফারজানা ইয়াসমিন শিফা নামে এক মেয়ের সাখে প্রেমজ সম্পর্ক গড়ে তোলে। সে মণিরামপুরের মাছনার সাইফুল ইসলামের মেয়ে, যশোরের পূর্ববারান্দীপাড়ার শফি মোহাম্মদ বাবুলের ভাগ্নি এবং হেটেল ওরিয়নের কর্মচারী।   প্রেমজ সম্পর্কের এক পর্যায়ে পরিবার ও মামাদের অজ্ঞাতে  ইফতেখার ওই মেয়েকে বিয়ে করে গত ১৪ ফেব্রুয়ারি। তাদের মধ্যে মনোমালিন্য হলে গত ১৩ মে ছাড়াছাড়ি করে নেয়। এরপর  সম্পূর্ণ হিসাত্মকভাবে ফাঁসানোর জন্য শিফার মামা বারান্দীপাড়ার শফি মোহাম্মদ বাবুল একটি মনগড়া অভিযোগ ঠুকে দেন থানায়। ২১ মে রাতে মামলাটি রেকর্ডও হয়। গত ১০ মে যশোরের ওরিয়ন ইন্টারন্যাশনাল হোটেলের পশ্চিম পাশের রাস্তার উপর যৌতুকের দাবিতে তার ভাগ্নিকে মারপিট করা হয়েছে মর্মে অভিযোগ করেন। শিফার স্বামী ইফতেখার আহমেদের সাথে আসামি করা হয় নির্দোষ এবং ঘটনার কিছ্ইু না জানা দুই মামাকে। এরা হচ্ছেন বারান্দীপাড়া খেজুরবাগান বটতলার আব্দুর রাজ্জাকের ছেলে রায়হান খোকা ও বোরহান মাসুদ। এর মধ্যে বোরহান মাসুদ গত ১৯ এপ্রিল করোনা পজিটিভ শনাক্ত হয়ে গত ১১ মে পর্যন্ত সরকারি বিধি অনুযায়ী লকডাউন পালন করেন। ১২ মে পরীক্ষায় তিনি নেগেটিভ হন। ভাগ্নের বিয়ে ও বিভোর্স সম্পর্কে তিনি কিছুই  জানেন না। তিনি তখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সময় পার করছিলেন। এছাড়া তার অপর ভাই রায়হান খোকাও কিছুই জানতেন না। তাদের আসামি করে দেয়া অভিযোগটি তদন্ত ছাড়াই মামলা রেকর্ড করে পুলিশ। নির্দোষ মামা রায়হান খোকাকে পুলিশ দিয়ে আটক করায় শফি মোহাম্মদ বাবুল। এছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বহুমুখি পাট শিল্প উদ্যোক্তা সেবা কেন্দ্রে চাকরিরত মামা বোরহান মাসুদকে হয়রানী করছে পুলিশ। একেতো বিনা তদন্তে মামলা রেকর্ড করা হয়েছে, আবার উল্টো অনৈতিক সুবিধা হাতাতে তাকে হয়রানী করছে পুলিশ। মামলা দেয়ার আগে কাবিনের টাকার দাবিতে বারান্দীপাড়ায় শালিস আহবান করে ওই শফি মোহাম্মদ বাবুল পক্ষ। সেখানে মারপিটের শিকার হন রায়হান খোকা ও  বোরহান মাসুদ। ওই ঘটনায় আবু রায়হান খোকা প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাপত্রসহ থানায় অভিযোগ করলেও মামলা নেয়া হয়নি।এ ব্যাপারে বোরহান মাসুদ গ্রামের কাগজকে জানিয়েছেন, তারা শান্তিপ্রিয় মানুষ। তাদের ভাগ্নে গোপনে বিয়ে করে গোপনেই ডিভোর্স দিয়েছে। বিষয়টি তারা পরে জেনেছেন। এখন অনৈতিক সুবিধা হাতাতে মেয়ের মামা শফি পুলিশ লেলিয়ে দিয়েছেন। তার নির্দোষ ভাইকে আটক করেছে পুলিশ। তাকেও হয়রানী করা হচ্ছে। এসআই আনছারুল হক তার কাছে আড়াই লাখ টাকা দাবি করছেন কাবিনের দুই লাখ টাকা পরিশোধসহ মামলাটি মিটিয়ে দেবেন মর্মে। তিনি আরো জানান, ছেলের মামা তিনি হলেও তার লিগাল গার্জিয়ান তার মা বাবা। ভাগ্নে অন্যায় করলে সে সাজা পাবে। বিয়ে করেছে সে, কাবিনের টাকা দিলে সে দেবে। অথচ, অকারণে তাদের ফাঁসানো হচ্ছে টাকা হাতাতে। তদন্ত ছাড়াই মামলাটি রেকর্ড হওয়া এবং তিনি করোনা রোগী হওয়া সত্বেও তাকে আসামি করে মামলাটি রেকর্ড হয়েছে। এ ব্যাপারে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনছারুল হক জানিয়েছেন, প্রাথমিক তদন্ত করেই মামলা রেকর্ড করা হয়েছে। তবে এই ঘটনার ক্ষেত্রে একটু ব্যত্যয় ঘটলেও ঘটতে পারে। যে সময়ের ঘটনা বলা হচ্ছে, সে সময় বোরহান মাসুদ আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে ছিলেন এবং তিনি একজন সরকারি কর্মকর্তা। তাহলে কীভাবে তাকে ঘটনাস্থলে উপস্থিত দেখিয়ে মামলা রেকর্ড হল এমন প্রশ্নে তিনি জানান, বোরহান মাসুদকে হয়রানী করা হবে না। তিনি বিনা বাধায় জামিন নিতে পারবেন। এছাড়া ঘটনার যথাযথ তদন্ত করা হবে। ঘটনাস্থল এলাকার লোকজনের স্বাক্ষী গ্রহণ করা হবে। মনগড়া অভিযোগ হলে অবশ্যই তা বিবেচনা করা হবে। নির্দোষ ব্যক্তিকে হয়রানীর প্রশ্নই ওঠে না।

আরও খবর

🔝