gramerkagoj
শনিবার ● ৪ মে ২০২৪ ২১ বৈশাখ ১৪৩১
gramerkagoj
প্রেসিডেন্ট প্রার্থী বাড়াতে খামিনিকে রুহানর চিঠি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ মে , ২০২১, ০৩:০০:৫২ পিএম
আন্তর্জাতিক ডেস্ক::
1622106811.jpg
ইরানে আগামী মাসে হতে যাচ্ছে ১৩তম প্রেসিডেন্ট নির্বাচন। এরইমধ্যে প্রেসিডেন্ট নির্বাচনে সাত প্রার্থীকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়। তবে দেশটির সাধারণ জনগণ বলছেন প্রতিযোগিতার জায়গাটা আরও সহজ করা দরকার যাতে অনেকেই প্রার্থী হতে পারেন।বুধবার (২৬ মে) জনগণের সঙ্গে একমত প্রকাশ করে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনির কাছে চিঠি দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানিও।আগামী ১৮ জুন ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ ঘিরে দেশটিতে এরইমধ্যে আলোচনা শুরু হয়েছে। প্রার্থীদের নামও ঘোষণা করেছে কর্তৃপক্ষ।আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, নির্বাচনে অংশ নিতে ৫৯২ জন প্রার্থী হিসেবে নিজেদের নাম নিবন্ধন করেছিলেন। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির নেতৃত্বাধীন ১২ সদস্যের কাউন্সিল এ বছর প্রার্থী বাছাই করেছেন। যাচাই বাছাই শেষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্ত ৭ জনের প্রার্থীতা অনুমোদন পেয়েছেন। অযোগ্য ঘোষিত হয়েছেন ৫৮৫ প্রার্থী।বাদ পড়েছেন সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। এমনকি তালিকায় কোনো সংস্কারবাদীর জায়গাও হয়নি।এদিকে নির্বাচন আরও প্রতিযোগিতামূলক করতে বেশি প্রার্থী থাকা প্রয়োজন বলে মনে করছেন দেশটির সাধারণ মানুষ।এক ইরানি জানান, আমার মনে হয় প্রার্থী আরও বাড়ান উচিত। কারণ যাদেরকে এবার প্রার্থী করা হয়েছে বিগত কয়েকবছর ধরেই আমরা তাদেরই দেখে আসছি।জনগণের সঙ্গে একমত প্রকাশ করেছেন বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেন, এরইমধ্যে আরও প্রার্থী বাড়াতে সর্বোচ্চ নেতার কাছে চিঠি পাঠানো হয়েছে। নির্বাচন মানেই সেখানে প্রতিযোগিতার প্রয়োজন আছে। যতো বেশি প্রার্থী থাকবে সেই নির্বাচন তত প্রাণবন্ত হবে। বিষয়টি আমি সর্বোচ্চ নেতাকে জানিয়েছি।মেয়াদজনিত কারণে এবারের নির্বাচনে অংশ নিতে পারছেন না হাসান রুহানি।

আরও খবর

🔝