gramerkagoj
বুধবার ● ৮ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
খালেদা জিয়ার চিকিৎসা পাওয়া সাংবিধানিক অধিকার : মির্জা ফখরুল
প্রকাশ : বুধবার, ২ জুন , ২০২১, ০৬:৫৮:০৩ পিএম
ঢাকা অফিস:
1622638876.jpg
খালেদা জিয়াকে নিয়ে কথা বলতে সরকারের লজ্জা হওয়া উচিত এবং খালেদা জিয়ার চিকিৎসা পাওয়া সাংবিধানিক অধিকার বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার সকালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঢাকা বারে বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে জামিন দেবে না সরকার। কারণ তারা জানেন খালেদা জিয়া বাইরে থাকলে আওয়ামী লীগের তখতে তাউশে আঘাত আসবে। তিনি বলেন, খালেদা জিয়া যে মামলায় সাজাভোগ করছেন, তাতে অনেকে জামিন পেয়েছেন।অনুষ্ঠানে মির্জা ফখরুল আরো বলেন, জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলার জন্যই আওয়ামী লীগ তা বিকৃত করে। দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু প্রকৃতপক্ষে স্বাধীনতা আসেনি। আজ বিচার ব্যবস্থা একটি দলের কাছে চলে গেছে। সরকার যা চায় বিচারে তাই হয়।তিনি আরও বলেন, খালেদা জিয়া মুক্ত থাকলে তাসের ঘরের মত উড়ে যাবে সরকার। সেই ভয়েই জামিন দিচ্ছেনা।এসময় আয়োজিত অনুষ্ঠানে দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

🔝