gramerkagoj
রবিবার ● ২৮ এপ্রিল ২০২৪ ১৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
মৃতের পরিবারের পাশে থাকবে রাজ্য সরকার: অভিষেক
প্রকাশ : বুধবার, ৯ জুন , ২০২১, ০৬:৪২:০২ পিএম
কাগজ ডেস্ক::
1623243123.jpg
বুধবার মুর্শিদাবাদে গিয়ে বজ্রপাতে মৃতদের পরিবারের সঙ্গে কথা বললেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মৃতের পরিবারকে আশ্বাস দিলেন, মুখ্যমন্ত্রীর কাছে তিনি তাঁদের চাকরির আবেদন পৌঁছে দেবেন৷সোমবার বজ্রপাতে মুর্শিদাবাদ জেলায় মোট ৯ জনের মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে ৬ জন রঘুনাথগঞ্জের, ২ জন বহরমপুরের এবং ১ জন সুতির। মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার পর বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, ‘‘আমরা চেষ্টা করব যাতে সারা বছর মৃতদের পরিবারের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকবে।’’ পাশাপাশি, বিজেপি-র ভিনরাজ্যের নেতাদের খোঁচা দিয়ে অভিষেক বলেন, ‘‘বিধানসভা নির্বাচনের প্রচারের সময় যাঁরা বাড়ি বাড়ি গিয়ে কলাপাতায় খাচ্ছিলেন, ২ মে ভোটের ফল প্রকাশের পরে তাঁদের অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না।’’গত দু’দিনে রাজ্যে বাজ পড়ে ৩২ জনের খবর মিলেছে। হুগলিতে ১১ জন এবং মুর্শিদাবাদে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়াও পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ২ জন করে মারা গিয়েছেন। বাঁকুড়া জেলায় বাজ পড়ে মারা গিয়েছেন ২ জন এবং নদিয়ায় মারা গিয়েছেন একজন। আগামী কয়েকদিনই এমন আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্য সরকারের তরফেও বজ্রপাতে মৃতদের পরিবারের পাশে দাঁড়ানো হয়েছে। আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মৃতদের পরিবারকে।এই মর্মান্তিক এই ঘটনায় সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী টুইটে লেখেন, “পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রপাতে যাঁরা নিজের স্বজন হারালেন তাঁদের প্রতি সমবেদনা জানাই। প্রার্থনা করি, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন।” এছাড়া প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী জাতীয় বিপর্যয় তহবিল থেকে বাংলার বিভিন্ন স্থানে বজ্রপাতে মৃতদের পরিবারকে দু’ লক্ষ টাকা আর্থিক সাহায্য করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা।

আরও খবর

🔝