gramerkagoj
বুধবার ● ১ মে ২০২৪ ১৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
কলম্বিয়া বাঁধা পেরুতে প্রস্তুত আর্জেন্টিনা
প্রকাশ : মঙ্গলবার, ৬ জুলাই , ২০২১, ০৩:৪৫:৪৪ পিএম
ক্রীড়া ডেস্ক::
1625564789.jpg
বুধবার সকাল সাতটায় সেমিফাইনালের ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ব্রাজিলের ন্যাশনাল মানে গারিঞ্চা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।আর্জেন্টিনার চোখ ফাইনালে। বিশেষ করে বললে, লিওনেল মেসি পাখির চোখ করে আছে আরেকটি ফাইনাল খেলার জন্য। বার্সার হয়ে মেসির কত রেকর্ড, ট্রফি, গোল। কিন্তু আর্জেন্টিনার হয়ে হিসেবের খাতাটা শূন্য। তিনটি বড় টুর্নামেন্টের ফাইনাল খেললেও শিরোপায় চুমু আকা হয়নি মেসির। এবার ফাইনালে উঠতে পারলে আর্জেন্টিনা পাবে সেই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে। তার আগে মেসিদের টপকাতে হবে কলম্বিয়া বাধা। চিলির বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচটি ১-১ গোল ব্যবধানে ড্র হওয়ার পর জিতেই চলেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের চার ম্যাচে একটি ড্র এবং তিনটি জয়ে সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টারে উঠে দুইবারের বিশ্বকাপজয়ীরা। আর সেরা আটের লড়াইয়ে আরো ভয়ঙ্কর হয়ে উঠে মেসি বাহিনী। সেমিফাইনালে উঠার লড়াইয়ে ইকুয়েডরকে উড়িয়ে দিয়েছে ৩-০ গোল ব্যবধানে।অন্যদিকে, গ্রুপপর্বে নিজেদের শেষ দুই ম্যাচ হারলেও কলম্বিয়াকে ছোট করে দেখার সুযোগ নেই। কেননা তাদের মধ্যে রয়েছে শিরোপা জয়ের প্রবল ইচ্ছা শক্তি। গ্রুপ পর্বে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে অবস্থান ছিল হামেস রদ্রিগেজদের। সেরা আটের লড়াইয়ে তুলনামূলক কঠিন প্রতিপক্ষই পায় দলটি। কিন্তু উরুগুয়ের বিপক্ষে শেষ হাসি হেসেছে কলম্বিয়াই। নির্ধারিত সময়ে ম্যাচটি গোলশূন্যেতে ড্র হলে টাইব্রেকারে ৪-২ গোল ব্যবধানে জিতে সেমিফাইনালে উঠে রেনালদো রুয়েদার শিষ্যরা।ফিফা কর্তৃক প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে সেরা পাঁচের মধ্যে কোনো দল না থাকলেও কলম্বিয়া থেকে খানিকটা উপরেই অবস্থান করছে আর্জেন্টিনা। ১৬৪২ রেটিং পয়েন্ট নিয়ে ইতালির পরেই আটে নম্বরে অবস্থান লিওনেল স্কালোনির শিষ্যদের। অন্যদিকে র‌্যাঙ্কিংয়ে কলম্বিয়া রয়েছে ছয় ধাপ পেছনে। ১৬০১ রেটিং পয়েন্টে তাদের অবস্থান ১৫ নম্বরে।এখন পর্যন্ত কোপা আমেরিকায় মোট ১৫বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও কলম্বিয়া। স্বাভাবিকভাবেই জয়ের পাল্লায় এগিয়ে রয়েছে মেসিরা। মোট ১০টি ম্যাচ জেতার পাশাপাশি হেরেছে মাত্র তিনটিতে। আর বাকি দুই ম্যাচ ড্র হয়েছে।

আরও খবর

🔝