gramerkagoj
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০২৪ ১৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
খুলনা বিভাগে করোনায় ৫৬ জনের মৃত্যু
প্রকাশ : বৃহস্পতিবার, ৮ জুলাই , ২০২১, ০৪:৫৩:২২ পিএম
খুলনা ব্যুরো:
1625742003.jpg
খুলনা বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে মারা গেছেন ৫৬ জন। একই সময়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৩২ জন। তবে সরকারি এ হিসেব আরও বাড়বে বলে অভিজ্ঞ মহলের অভিমত। কেননা, বিভিন্ন হাসপাতালে যারা রেড জোনে মারা যাচ্ছেন তাদের নামই সরকারি তালিকায় উঠছে। আর যারা ইয়োলো জোনে মারা যাচ্ছেন, তাদের নাম সরকারি মৃত্যুর হিসেবে উঠছে না। বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানার দফতর সূত্র জানায়, ৫১ জনের মধ্যে খুলনায় সর্বোচ্চ ২১, কুষ্টিয়ায় ১০, যশোরে ১১, নড়াইল, মাগুরা, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে ৩ জন করে মারা গেছেন। এছাড়া বাগেরহাট ও মেহেরপুরে মৃত্যু হয়েছে একজন করে।এর আগে বুধবার খুলনা বিভাগে সর্বোচ্চ ৬৮ জনের মৃত্যু হয়েছিল। শনাক্ত হয়েছিল সর্বোচ্চ ১ হাজার ৯০০ জনের। যা ছিল এ পর্যন্ত খুলনা বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড।খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬৭ হাজার ৫৩১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪১৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ হাজার ১৮৪ জন।

আরও খবর

🔝