gramerkagoj
রবিবার ● ৫ মে ২০২৪ ২১ বৈশাখ ১৪৩১
gramerkagoj
সাতক্ষীরায় উপসর্গে মৃত্যু ৩ সংক্রমণের হার ১৭ শতাংশ
প্রকাশ : বুধবার, ১৮ আগস্ট , ২০২১, ০৮:৩৩:৩৪ পিএম
সাতক্ষীরা প্রতিনিধি:
1629297686.jpg
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগের দিন উপসর্গ নিয়ে মারা গিয়েছিলেন ৩ জন। এদিকে করোনা সংক্রমণের হার গত দিনের তুলনায় তেমন তারতম্য হয়নি। মৃতরা হলেন কলারোয়ার মোস্তফা হায়দার, দেবহাটার আবুল কালাম ও আশাশুনির ইসলাউদ্দীন বিপু। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে সপ্তাহ খানেক আগে তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তারা মারা যান। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা  উপসর্গ নিয়ে মারা গেছেন ৬০৯ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৭ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় ২৪৭ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ শতাংশ। এদিকে ২৬ হাজার ৬০০ জনের নমুনা পরীক্ষায় ৬ হাজার ৩৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ৫২৭ জন। সরকারি হাসপাতালে কোভিড রোগী ভর্তি আছেন ১৩ জন।

আরও খবর

🔝