gramerkagoj
রবিবার ● ৫ মে ২০২৪ ২১ বৈশাখ ১৪৩১
gramerkagoj
উদীচীর ফ্রি বাজার থেকে পণ্য নিয়ে হাসিমুখে ফেরেন অসহায় মানুষেরা
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ আগস্ট , ২০২১, ০৮:৩৪:৪৭ পিএম
কাগজ সংবাদ:
1629988631.jpg
টেবিলে টেবিলে সাজানো খাদ্য পণ্য। বাজারের প্যাকেট নিয়ে শুধু দাঁড়াতে হবে। বরাদ্দকৃত পণ্য নিয়ে বাড়িতে ফিরতে বেগ নেই। উদীচীর ফ্রি বাজার আয়োজনে অসহায় মানুষের কাছে চিরচেনা হয়ে গেছে এ দৃশ্য। দিন যত যাচ্ছে ফ্রি সেবা পাওয়া মানুগুলোর আস্থা আর বিশ্বাসের পাল্লাও ভারী হচ্ছে উদীচীর প্রতি। আর এ আস্থা ও উপকারের ধারাবাহিকতা বজায় রাখেতে চেষ্টা অব্যাহত  রেখেছে উদীচী যশোর জেলা সংসদ। বৃহস্পতিবার তৃতীয়বারের মতো ফ্রি বাজার কার্যক্রম পরিচালনা করেছে সংগঠনটি। আগস্টের প্রথম সপ্তাহে প্রথম বার ফ্রি বাজার কর্মসূচির আয়োজন করা হয়। অসহায় ও কর্মহীন মানুষের সহযোগিতার অংশ হিসেবে করোনাকালে এ কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে বলে উদীচী ও এর মানবিক সহায়তা তহবিল পরিচালনা কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন।বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হয় ফ্রি বাজারের পণ্য প্রদান। বাজার শুরু হতে অল্প সময় বাকি থাকতেই উদীচী চত্বর ও এর আশপাশে জড়ো হন খাদ্যপণ্য নিতে আসা মানুষ। যাদের হাতে আগে থেকেই টোকেন দেয়া হয় সংগঠনের পক্ষ থেকে। শারীরিকভাবে প্রতিবন্ধী, অসহায় ও কর্মহীন পরিবারের মানুষ ফ্রি খাদ্য পণ্য পেয়ে হাসিমুখে বাড়ি ফেরেন। উদীচীর কর্মী-সংগঠকরা আগে থেকে প্রস্তুতকৃত নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল, তেল, লবণ, সাবান, আলু, পেঁয়াজ, রসুন এবং ডিম হাতে তুলে দেন ফ্রি বাজারের উপকারভোগীদের।  তৃতীয় দিনের বাজার কার্যক্রমে উদীচীর উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য একরাম-উদ-দ্দৌলা, মবিনুল ইসলাম মবিন,ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান মজনু, সদস্য সোমেশ মুখার্জীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

আরও খবর

🔝