gramerkagoj
রবিবার ● ১৯ মে ২০২৪ ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
শিরোনাম
শিরোনাম ইসরায়েলগামী অস্ত্রের জাহাজকে বন্দরে জায়গা দিল না স্পেন যশোর পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নে সভাপতি বাচ্চু, সম্পাদক মোর্ত্তজা যুবমহিলালীগ থেকে ফাতেমা আনোয়ার বহিস্কৃত মাগুরা রেলপথ যাবে ঝিনাইদহের কালীগঞ্জ -রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম এমপি মণিরামপুরে এমপি ইয়াকুব আলীর সংবর্ধনা শান্তির জনপদে অশান্তির অপচেষ্টা চালালে প্রতিহত করতে হবে বিপুল ফারাজীকে বিজয়ী করতে বীরমুক্তিযোদ্ধাদের সভা কেশবপুরে নবনির্বাজিচত চেয়ারম্যান-ওসির বিরুদ্ধে মামলার ঘটনায় সংবাদ সম্মেলন চেয়ারম্যান পদে মোস্তানিছুর-হাবিব সমানে সমান ঝিনাইদহে এসএসসি পরীক্ষার আগেই ২১৩ ছাত্রী বাল্যবিয়ের শিকার ঝিনাইদহে আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ২০, আটক ৫
প্রধানমন্ত্রী অসম্ভবকে সম্ভব করে যাচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ : রবিবার, ৩১ অক্টোবর , ২০২১, ০৬:৪৪:৩০ পিএম
কাগজ ডেস্ক ::
1635684309.jpg
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার জন্য যে দক্ষতা, দেশপ্রেম ও দূরদর্শী নেতৃত্ব দরকার তা আমাদের আছে। আমাদের প্রধানমন্ত্রী অসম্ভবকে সম্ভব করে যাচ্ছেন।রোববার (৩১ অক্টোবর) দুপুরে ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ইফাদ ইন্ডাষ্ট্রিয়াল পার্কের কারখানা ও বিভিন্ন ইউনিট ঘুরে দেখে এসব কথা বলেন তিনি।আসাদুজ্জামান খান বলেন, ‘এক সময় যারা বাংলাদেশকে বটমলেস বাস্কেট বলে বিদ্রুপ করতেন তারাই এখন আমাদেরকে সম্ভাবনাময় দেশ বলে স্বীকার করছেন।’তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছিলেন ২০০৮ সালে যদি আমরা নির্বাচিত হই বাংলাদেশকে উন্নয়নের সোপানে নিয়ে যাবো। যথার্থ ভাবেই বাংলাদেশ আজকে উন্নয়নের রোড মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছে। প্রধানমন্ত্রী জনগণকে বুঝিয়ে দিয়েছেন তিনি যা বলেন তাই করেন৷ তিনি থাকলেই দেশ এগিয়ে যাবে। অন্ধকার থেকে আলোকিত বাংলাদেশের ঘোষণা দিয়েছেন সেটা তিনিই করতে পারবেন।’আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমরা যে দুর্বারগতিতে এগিয়ে চলছি, অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছি। তারই ধারাবাহিকতা রক্ষার জন্য আমাদের শিল্পকারখানাগুলো সমান তালে চলছে সে জন্যই আমরা পেরেছি।’অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমেদ এবং ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ প্রমুখ। 

আরও খবর

🔝