gramerkagoj
বুধবার ● ৮ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
নৌকার বিপক্ষে অবস্থান নেয়া যাবে না : এমপি নাবিল
প্রকাশ : শনিবার, ১৩ নভেম্বর , ২০২১, ০৮:৩৮:২৮ পিএম
কাগজ সংবাদ:
1636814345.jpg
যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন,আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আদর্শ বঙ্গবন্ধু। আর একমাত্র অভিভাবক জননেত্রী শেখ হাসিনা। তাই দলের সকল বিষয়ে শেখ হাসিনার সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত। শেখ হাসিনা যে সিদ্ধান্ত দেবেন সবাইকে তাই মেনে নিতে হবে। শনিবার বিকেলে যশোরের পুলেরহাট বাজার মোড়ে ‘সাম্প্রদায়িক সন্ত্রাস, রুখে দাঁড়াও বাংলাদেশ’ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।যশোর জেলা শ্রমিকলীগের শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মেহেদী হাসান মিন্টু ও  জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজু জামান। সমাবেশে আরও বক্তৃতা করেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য মীর আরশাদ আলী রহমান, সদস্য বীরমুক্তিযোদ্ধা খায়রুজ্জামান রয়েল, জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল ও সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম মাজহার। সমাবেশ সঞ্চালনা করেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুজ্জামান শহিদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবুল হোসেন খান, তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক আহমেদ কচি, প্রচার সম্পাদক মুন্সি মহিউদ্দিন, উপপ্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, সদস্য কামাল হোসেন প্রমুখ।

আরও খবর

🔝