gramerkagoj
বৃহস্পতিবার ● ৯ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
তালায় গৃহবধূ শিখা রানী হত্যা মামলায় আটক ৩
প্রকাশ : বৃহস্পতিবার, ৬ জানুয়ারি , ২০২২, ০৮:২১:২১ পিএম
সাতক্ষীরা প্রতিনিধি ::
1641478902.jpg
সাতক্ষীরার তালায় গৃহবধু শিখা রানী হত্যা মামলায় তিনজনকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার ভোরে উপজেলার পাটকেলঘাটা থানার বলফিল্ড মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।আটকরা হলেন, তালা সদর ইউনিয়নের আটারই গ্রামের নিতের স্বামী গোবিন্দ ঋষি (৩০), বাবা অনিল ঋষি (৬০) ও তার ভাই মান্দার ঋষি (২০)। র‌্যাব সাতক্ষীরার কোম্পানি অধিনায়ক মো. ইশতিয়াক হোসাইন জানান, গত ৫ বছর পূর্বে তালা উপজেলার আমানুল্যাহপুর গ্রামের সূর্যকান্ত ঋষির কন্যা শিখা রানী দাসের সাথে তালা সদরের আটারই গ্রামের অনিল দাসের পুত্র গোবিন্দ দাসের বিয়ে হয়। বর্তমানে তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই গোবিন্দ ঋষি যৌতুকের দাবিতে স্ত্রীকে প্রায়ই মারপিট করতো। বিভিন্ন সময় স্থানীয়ভাবে শালিশী বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। একপর্যায়ে গত ১ জানুয়ারি স্বামী গোবিন্দ ঋষিসহ তার পরিবারের লোকজন তার স্ত্রীকে মারপিট করে মৃত্যু নিশ্চিত হওয়ার পর গলায় রশি দিয়ে ঝুঁলিয়ে দিয়ে আত্মহত্যা বলে প্রচার করে। এরপর তারা  বাড়ি থেকে পালিয়ে যায়।তিনি আরো জানান, এই ঘটনায় ভিকটিমের বাবা সূর্যকান্ত ঋুষি বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে তালা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের অবস্থান নিশ্চিত হওয়ার পর অতাদের আটক করা হয়।

আরও খবর

🔝