gramerkagoj
বুধবার ● ১ মে ২০২৪ ১৮ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বড় ব্যবধানে মাগুরাকে হারালো বরিশাল

❒ শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা

প্রকাশ : বুধবার, ১৯ জানুয়ারি , ২০২২, ০৫:৩৪:০৯ পিএম
ক্রীড়া ডেস্ক:
1642592082.jpg
যশোর ভেন্যুতে আনিসুর রহমান ও আফিল সিফারের অর্ধশতক ও বল হাতে মারুফ হোসেনের নৈপূণ্যে বড় ব্যবধানে প্রথম জয় পেয়েছে বরিশাল জেলা। শামস্-উল হুদা স্টেডিয়ামে বুধবার তাদের কাছে ১৮৯ রানে পরাজিত হয়েছে মাগুরা জেলা। নিজেদের দ্বিতীয় ম্যাচে এটিই বরিশালের প্রথম জয়। অন্যদিকে টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেয়েছে মাগুরা জেলা। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের এ ম্যাচে বরিশাল ছয় উইকেট হারিয়ে ২৫৫ রানের দলীয় ইনিংস গড়ে। পরে ব্যাট করতে নেমে ২২ ওভার পাঁচ বলে মাগুরার দলীয় স্কোর গুটিয়ে যায় মাত্র ৬৬ রানে। যার ফলে বরিশাল জয় পায় ১৮৯ রানে। ব্যাটিয়ের শুরুটা মোটেও ভাল হয়নি বরিশালের। দলীয় আট রানে উদ্বোধনী জুটি ভেঙে যায়। মাত্র চার রান করে আউট হন আসাদুজ্জামান। দ্বিতীয় উইকেট জুটিতে আনিসুর রহমান ও আলিফ সিফার দলকে এনে দেন ১৮৯ রান। যার ফলে তারা বড় স্কোর গড়ার ইংগিত দেয়। আউট হন দলের অপর উদ্বোধনী ব্যাটার আনিসুর রহমান। তিনি ১৪১ বলে ১১টি বাউন্ডারিতে সংগ্রহ করেন ৮৬ রান। এছাড়া আলিফ সিফার ১২০ বলে পাঁচটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিতে করেন ৮৪ রান। ১৮ বলে জুনাইদ হাসান দুটি ছক্কা ও একটি বাউন্ডারিতে ৩৪ রান করে অপরাজিত ছিলেন। অতিরিক্ত হতে তাদের স্কোর বোর্ডে যোগ হয় ২৪ রান। যার সিংহভাগই এসেছে ওয়াইড থেকে।বল হাতে মাগুরার জিসান ৪২ রানে তিনটি ও মোহাইমিনুল আকবার নেন একটি উইকেট। মাগুরার ব্যাটিং ইনিংসে সর্বোচ্চ ২৪ রানের ব্যক্তিগত ইনিংস খেলেন আশরাফুল ইসলাম। তিনি ৪০ বল খেলে তিনটি বাউন্ডারি ও একটি ছক্কায় এ রান সংগ্রহ করেন। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান আসে অতিরিক্ত থেকে। দলে বাকি ব্যাটাররা ছিলেন শুধু যাওয়া আসার মিছিলে। কোন ব্যাটারই পারেনি দু’অঙ্কের কোঁঠা স্পর্শ করতে। বল হাতে বরিশালের মারুফ হোসেন ছয় ওভার পাঁচ বল করে দু’টি মেডেন আদায়সহ ২২ রানে তুলে নেন প্রতিপক্ষের ছয়টি উইকেট। এছাড়া আলি মুরসান দু’টি এবং একটি করে উইকেট নেন খাইয়রুল ইসলাম ও জিহাদুল হক।   

আরও খবর

🔝