gramerkagoj
রবিবার ● ৫ মে ২০২৪ ২২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
মণিরামপুরের প্রকাশ হত্যা মামলায় একজন দু’দিনের রিমান্ডে
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ জানুয়ারি , ২০২২, ০৮:১৯:১৪ পিএম
কাগজ সংবাদ:
1642688377.jpg
যশোরের মণিরামপুরে প্রকাশ চন্দ্র মল্লিক হত্যা মামলায় আসামি সঞ্জিত রায়কে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আসামি সঞ্জিত রায় অভয়নগর উপজেলার ফুলেরগাতি গ্রামের মৃত বৈদ্যনাথ রায়ের ছেলে। বৃহস্পতিবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহাদী হাসান এ রিমান্ড মঞ্জুর করেন।মামলার বিবরণে জানা গেছে, অভয়নগর উপজেলার ফুলেরগাতি গ্রামের প্রকাশ চন্দ্র মল্লিক কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। গত বছরের ১৯ নভেম্বর সন্ধ্যা ছয়টার দিকে বাড়ি থেকে খাওয়া-দাওয়া করে বের হন প্রকাশ মল্লিক। রাতে আর বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে তার সন্ধান পাওয়া যায়নি। ২১ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে লোক মাধ্যমে সংবাদ পেয়ে মণিরামপুরের বিল কপালিয়ায় ওদুদ শেখের মাছের ঘেরের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় প্রকাশের ভাই অসিত মল্লিক বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ের আসামিদের নামে মণিরামপুর থানায় মামলা করেন। ওই মামলার তদন্ত কর্মকর্তা নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আতিকুজ্জামান গত ১২ জানুয়ারি সন্দেহমূলকভাবে সঞ্জিত রায়কে আটকের পর সাতদিনের রিমান্ড চেয়ে যশোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেন। বৃহস্পতিবার শুনানি শেষে আসামি সঞ্জিত রায়কে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

আরও খবর

🔝