gramerkagoj
শুক্রবার ● ৩ মে ২০২৪ ২০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
শহীদ মুক্তিযোদ্ধা দাখিল মাদ্রাসার সুপার-সভাপতির বিরুদ্ধে মামলা
প্রকাশ : সোমবার, ২৮ মার্চ , ২০২২, ০৯:০৬:০১ পিএম
কাগজ সংবাদ:
1648480004.jpg
যশোরের ঝিকরগাছার উজ্জ্বলপুর শহীদ মুক্তিযোদ্ধা দাখিল মাদ্রাসার সুপার ও সভাপতির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলায় নিয়োগ দেয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। আসামিরা হলেন, মাদ্রাসা সুপার বায়েজিদ বোস্তামি ও সভাপতি আব্দুল আজিজ। সোমবার মাদ্রাসার দাতা ও ম্যানেজিং কমিটির সদস্য আমজেদ আলী মোড়ল বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। মামলার অভিযোগে জানা গেছে, আমজেদ আলীর পরিবার মাদ্রাসার জমি দাতা ও নিজে ম্যানেজিং কমিটির সদস্য। ২০২০ সালের ১৫ অক্টোবর স্থানীয় ও জাতীয় পত্রিকায় শহীদ মুক্তিযোদ্ধা দাখিল মাদ্রাসায় নিরাপত্তা কর্মী ও আয়া নিয়োগ দেয়া হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আয়া পদে আবেদন করেন আমজেদ আলীর পুত্রবধূ। এরপর মাদ্রাসার সুপার ও সভাপতি তাকে নিয়োগ  দেবেন বলে তার কাছ থেকে দু’লাখ টাকা গ্রহণ করেন। এরপর নিয়োগ পরীক্ষা গ্রহণ না করে আরও দু’বার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। চলতি বছরের ১৫ মার্চ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার পরও কেন পরীক্ষা নেয়া হলোনা জানতে চাইলে তারা ক্ষিপ্ত হন। এরপর তারা জানিয়ে দেন ১০ লাখ টাকা না হলে এ পদে নিয়োগ দেয়া হবেনা। এ সময় তিনি তার দেয়া দু’ লাখ টাকা ফেরত চাইলে না দিয়ে দিতে অস্বীকার করেন। টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন। 

আরও খবর

🔝