gramerkagoj
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০২৪ ১৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
একদিনে আরো শনাক্ত ২৭, মৃত্যু নেই
প্রকাশ : সোমবার, ২৫ এপ্রিল , ২০২২, ০৭:২০:৩৫ পিএম
ঢাকা অফিস:
1650893188.jpg
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। এই সময়ে ৬ হাজার ২৫১টি নমুনা পরীক্ষায় ২৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একদিনে করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক চার-তিন শতাংশ।এদিকে, নতুন শনাক্ত রোগী নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৫৮৩ জন। আর মোট প্রাণহানি হয়েছে ২৯ হাজার ১২৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ২৯৯ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৮ লাখ ৯৩ হাজার ৭৫৯ জন।একদিনে শনাক্ত রোগীর সংখ্যা এর চেয়ে কম ছিল সেই মহামারীর শুরুর দিকে, ২০২০ সালের ৫ এপ্রিল; সেদিন ১৮ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছিল।দেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ নতুন রোগী শনাক্ত হয়।গত বছরের ডিসেম্বরের শেষে বিশ্বে ছড়াতে শুরু করে করোনার অতি সংক্রামক নতুন ধরন ওমিক্রন। তখন দেশে রোগী শনাক্তের হার বাড়ার সঙ্গে সঙ্গে মৃত্যুও বাড়তে থাকে।এ বছর ফেব্রুয়ারি থেকে আবার নামতে শুরু করে করোনা রোগীর সংখ্যা। যদিও জানুয়ারির শেষ দিকে শনাক্তের হার কিছুটা কমে ৩০ শতাংশের নিচে নামে। ওমিক্রন আতঙ্ক কিছুটা কাটিয়ে দেশে কয়েক দিন ধরে শনাক্তের সংখ্যা কমতে শুরু করে।এর আগে, ওমিক্রন আতঙ্কের শুরুর দিকে দেশে কয়েক সপ্তাহ ধরে শনাক্তের সংখ্যা ক্রমাগত বাড়ছিল। তাই সংক্রমণ ঠেকাতে বেশকিছু বিধিনিষেধ আরোপ করেছিল সরকার। তবে ধীরে ধীরে সেসব বিধিনিষেধ তুলে নেয় সরকার।গত বছরের মাঝামাঝি করোনার ডেল্টা ধরনের দাপটে দেশে করোনায় মৃত্যু, রোগী শনাক্ত ও শনাক্তের হার অনেক বেড়ে গিয়েছিল। তবে আগস্টে দেশব্যাপী করোনার গণটিকা দেয়ার পর সংক্রমণ কমতে থাকে।

আরও খবর

🔝