gramerkagoj
রবিবার ● ১৯ মে ২০২৪ ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
শিরোনাম
শিরোনাম ইসরায়েলগামী অস্ত্রের জাহাজকে বন্দরে জায়গা দিল না স্পেন যশোর পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নে সভাপতি বাচ্চু, সম্পাদক মোর্ত্তজা যুবমহিলালীগ থেকে ফাতেমা আনোয়ার বহিস্কৃত মাগুরা রেলপথ যাবে ঝিনাইদহের কালীগঞ্জ -রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম এমপি মণিরামপুরে এমপি ইয়াকুব আলীর সংবর্ধনা শান্তির জনপদে অশান্তির অপচেষ্টা চালালে প্রতিহত করতে হবে বিপুল ফারাজীকে বিজয়ী করতে বীরমুক্তিযোদ্ধাদের সভা কেশবপুরে নবনির্বাজিচত চেয়ারম্যান-ওসির বিরুদ্ধে মামলার ঘটনায় সংবাদ সম্মেলন চেয়ারম্যান পদে মোস্তানিছুর-হাবিব সমানে সমান ঝিনাইদহে এসএসসি পরীক্ষার আগেই ২১৩ ছাত্রী বাল্যবিয়ের শিকার ঝিনাইদহে আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ২০, আটক ৫
রাজারহাটের শ্মশান কমিটি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল , ২০২২, ০৯:৪৬:১৯ পিএম
কাগজ সংবাদ:
1651160919.jpg
রাজারহাটের শ্মশান কমিটি নিয়ে তালবাহানা শুরু করেছে যশোর সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দেবেন ভাস্কর। এমন অভিযোগ করেছেন রাজারহাট শ্মশান কমিটির সভাপতি রতন কুমার পাল। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে রতন কুমার পালের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি পলাশ বিশ্বাস। তিনি বলেন, দীর্ঘদিন ধরে রাজারহাট গ্রামের পালপাড়া, মালোপাড়া, বাজারপাড়া ও দাসপাড়ার মানুষ মিলে এ গ্রামে বিভিন্ন পূজা পার্বন করে আসছেন। তারা যে কমিটি করে সেই কমিটিই রাজারহাটের শ্মশানেও সার্বিক কাজ পরিচালনা করে। কিন্তু এখন ওই কমিটি ভেঙে নতুন করে কমিটি করার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। এতে জেলা পূজা পরিষদের সহসভাপতি দুলাল সমাদ্দারকে আহ্বায়ক ও রামনগর ইউনিয়ন পূজা পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্তকে সদস্য সচিব করে নতুন কমিটির প্রস্তাব দিয়েছেন দেবেন ভাস্কর অভিযোগ রতন পালের। এ ব্যাপারে কথা বলার জন্য গত ৬ এপ্রিল দেবেন ভাস্কর রাজারহাট শ্মশান কমিটির নেতৃবৃন্দকে ডেকে অশ্লীল ভাষায় কথা বলেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলেও অভিযোগ করা হয়। এ ব্যাপারে রাজারহাটের শ্মশান কমিটি ৫ মে বেলা ১১টায় শ্মশানে মিটিং ডাকা হয়েছে। তাদের এই শান্তিপূর্ণ মিটিং পন্ড করতে দেবেন ভাস্কর একই সময় মিটিং আহ্বান করেছেন। যা নিয়ে রাজারহাট এলাকার হিন্দ্র সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা এ ঘটনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, রাজারহাট শ্মশান কমিটির উপদেষ্টা দিপ্তি রঞ্জন পাল, কৃষিবিদ সুভাষ সরকার, কৃষ্ণ সাহা প্রমুখ। 

আরও খবর

🔝