gramerkagoj
রবিবার ● ২৮ এপ্রিল ২০২৪ ১৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
৮০০ কোটির রপ্তানি পণ্য নিয়ে ডুবতে থাকা জাহাজ উদ্ধার
প্রকাশ : বৃহস্পতিবার, ৫ মে , ২০২২, ০৫:৫১:২৬ পিএম
চট্টগ্রাম প্রতিনিধি:
1651751508.jpg
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি জাহাজের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত ও প্রায় ডুবে যাওয়া ২০ ফুট লম্বা এক হাজার ১৫৬টি রপ্তানি কনটেইনার বোঝাই এমভি হাইয়ান সিটি জাহাজকে নিরাপদে কর্ণফুলী ড্রাইডক জেটিতে আনা হয়েছে। জাহাজটিতে প্রায় ৮০০ কোটি টাকার রপ্তানি পণ্য ছিল। বন্দরের কয়েকটি টাগ বোটের সহযোগিতায় জাহাজটি নিরাপদে বার্থিং করানো হয়।বন্দর কর্তৃপক্ষ জানায়, গত ১৪ এপ্রিল বন্দর ত্যাগ করার সময় কুতুবদিয়ার কাছে এমটি ওরিয়ন এক্সপ্রেস জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়েছিল। এ সময় হাইয়ান সিটির পোর্ট সাইডে কার্গো হোল্ডে ছিদ্র হয়ে পানি ঢুকে জাহাজটি সাত ডিগ্রি কাত হয়ে যায়।পানি ঢোকায় ড্রাফট বেড়ে ১০ দশমিক সাত মিটারে দাঁড়ায়। উপক্রম হয় ডুবে যাওয়ার। দুর্ঘটনার পর জাহাজটি চলাচলের সক্ষমতা অর্জন না করায় এবং অন্য কারণে বন্দর ত্যাগের অনুমতি দেওয়া হয়নি। ডুবে যাওয়ার ঝুঁকিতে থাকা জাহাজটিকে উদ্ধার করতে চট্টগ্রাম বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জাহাজের মালিক প্রতিনিধি, স্থানীয় এজেন্ট, উদ্ধারকারী সংস্থা, জাহাজের বিমাকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, নৌবাহিনী, কোস্টগার্ডসহ সব সংস্থার প্রতিনিধিকে নিয়ে কয়েক দফা বৈঠক করেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। পরে জাহাজটিকে বিশেষ ব্যবস্থায় জেটিতে ভেড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও খবর

🔝