gramerkagoj
রবিবার ● ১৯ মে ২০২৪ ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
শিরোনাম
শিরোনাম ইসরায়েলগামী অস্ত্রের জাহাজকে বন্দরে জায়গা দিল না স্পেন যশোর পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নে সভাপতি বাচ্চু, সম্পাদক মোর্ত্তজা যুবমহিলালীগ থেকে ফাতেমা আনোয়ার বহিস্কৃত মাগুরা রেলপথ যাবে ঝিনাইদহের কালীগঞ্জ -রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম এমপি মণিরামপুরে এমপি ইয়াকুব আলীর সংবর্ধনা শান্তির জনপদে অশান্তির অপচেষ্টা চালালে প্রতিহত করতে হবে বিপুল ফারাজীকে বিজয়ী করতে বীরমুক্তিযোদ্ধাদের সভা কেশবপুরে নবনির্বাজিচত চেয়ারম্যান-ওসির বিরুদ্ধে মামলার ঘটনায় সংবাদ সম্মেলন চেয়ারম্যান পদে মোস্তানিছুর-হাবিব সমানে সমান ঝিনাইদহে এসএসসি পরীক্ষার আগেই ২১৩ ছাত্রী বাল্যবিয়ের শিকার ঝিনাইদহে আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ২০, আটক ৫
চালের দাম বাড়ায় ৬ কর্পোরেট গ্রুপকে দায়ী করলেন খাদ্যমন্ত্রী
প্রকাশ : বুধবার, ১ জুন , ২০২২, ০৭:৩৬:৩৫ পিএম
ঢাকা অফিস:
1654090612.jpg
৬টি কর্পোরেট গ্রুপ ধান ও চাল মজুত করে বেশি দামে বিক্রি করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বুধবার দুপুরে সচিবালয়ে একথা জানান তিনি।খাদ্যমন্ত্রী বলেন, গত এক সপ্তাহ ধরে চাল ও ধানের বাজার চড়া। ভরা মৌসুমে সাধারণত এমন হয় না। তবে অনুসন্ধানে জানা গেছে, আকিজ, সিটি, স্কয়ার, এসিআইসহ বেশ কিছু প্রতিষ্ঠান বাজারের সাধারণ চাল প্যাকেজিং করে বেশি দামে বিক্রি করছে। বাজারের সাধারণ চাল এভাবে বিক্রি করায় ভবিষ্যতে আর দেশের বাজার থেকে চাল কিনতে পারবে না এমন একটি আইন করার প্রক্রিয়া চলছে।সাধন চন্দ্র মজুমদার আরো বলেন, মজুতদারদের কোনো দল মত নেই। তারা কোন দলের লেবাস নিয়ে মজুতদারি করলেও ছাড় পাবে না। শিগগিরই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে অসাধু ব্যবসায়ীদের শিক্ষা দিতে ভ্যাট ট্যাক্স কমিয়ে চাল আমদানির সুযোগ দিতে হবে বলেও জানান খাদ্যমন্ত্রী। পরে আগামী ৭ দিনের মধ্যে চালের উৎপাদন ও চাহিদার একটা প্রতিবেদন পাওয়া যাবে বলেও জানান তিনি।এদিকে চালের দাম নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছে খাদ্য অধিদপ্তরের ৫ টি টিম। দুপুর সোয়া ১২ টা থেকে শুরু হয় এ অভিযান।মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, চালের বাজারে কারসাজি রোধে নিয়মিত তদারকি চলছে। এর অংশ হিসেবে সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল, মোহাম্মাদপুর কৃষি মার্কেটে চলছে তদারকি কার্যক্রম। তবে কোনো ব্যবসায়ীদের এখনো জরিমানা করা হয়নি, শুধু সতর্ক করা হচ্ছে।দেশের খাদ্যগুদামগুলোতে ধান, চাল ও গম মিলিয়ে প্রায় ১২ লাখ ৫৮ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে। এরমধ্যে চালের পরিমাণ প্রায় ১১ লাখ ২৩ হাজার মেট্রিক টন।

আরও খবর

🔝