gramerkagoj
রবিবার ● ৫ মে ২০২৪ ২২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
শিশুকে ছয় ঘণ্টা বেঁধে রাখার অভিযোগ
প্রকাশ : শুক্রবার, ৩ জুন , ২০২২, ০৯:২৩:৫৪ পিএম
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
1654269856.jpg
বাগেরহাটের শরণখোলায় এক গরু ব্যবসায়ীর বাড়িতে টাকা চুরির অভিযোগে আশিকুর রহমান (১৩) নামে এক শিশুকে ৬ ঘণ্টা বেঁধে রাখার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে উপজেলার উত্তর আমড়াগাছিয়া গ্রামের সগির খাঁনের বাড়িতে ঘটনাটি ঘটে। আমড়াগাছিয়া গ্রামের গরু ব্যবসায়ী সগির খাঁন দাবি করেন, মালিয়া রাজাপুর গ্রামের বাসিন্দা জাকির হাওলাদারের পুত্র আশিকুর রহমান, আনোয়ার হোসেনের পুত্র রাকিব ও আ. লতিফের পুত্র রাসেল তার বাড়ির জানালা ভেঙে ঘরে প্রবেশ করে। তারা আলমারি ভেঙে নগদ ৫৫ হাজার টাকা ও একটি সোনার আংটি ও একটি স্বর্ণের চেইন চুরি করে বলে অভিযোগ করে সগির খাঁনের দাবি। বাড়ির মালিক আশিকুরকে আটক করতে পারলেও বাকী দুজন পালিয়ে যায়। পরে, আশিককে দড়ি দিয়ে বেঁধে শারীরিক নির্যাতন করা হয় বলে এলাকাবাসী জানান। নাম না প্রকাশ করার শর্তে ওই এলাকার কয়েকজন জানান, স্থানীয় ইউপি সদস্য রেজাউলের উপস্থিতিতে ওই শিশুকে শতাধিক লোকের সামনে দড়ি দিয়ে কয়েক ঘণ্টা বেঁধে রাখা হলেও তিনি কোন ব্যবস্থা নেননি। বাড়ির মালিক সগির খাঁন বলেন, ‘ব্যক্তিগত কাজে আমি ও আমার স্ত্রী বাইরে থাকার সুযোগে ওই চোরচক্র জানালা ভেঙে ঘরে প্রবেশ করে চুরি করে’। তবে, আশিকুরকে শারীরিক নির্যাতনের বিষয়টি অস্বীকার করেন তিনি। ইউপি সদস্য রেজাউলের মোবাইল নম্বরে ফোন করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে উত্তেজিত হয়ে ‘সাংবাদিক দরকার হলে আমি ফোন দেব’ বলে লাইনটি কেটে দেন। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই শিশুকে উদ্ধার করা হয়েছে। 

আরও খবর

🔝