gramerkagoj
রবিবার ● ৫ মে ২০২৪ ২২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
সৌদি প্রবাসীকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা
প্রকাশ : শুক্রবার, ৩ জুন , ২০২২, ০৯:৪৪:২৫ পিএম
কাগজ সংবাদ:
1654271175.jpg
সৌদি প্রবাসী এক যুবককে যশোর শহরে অস্ত্রের মুখে জিম্মি করে ছুরিকাঘাত এবং টাকা ও সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন সদর উপজেলার রূপদিয়া গ্রামের গোলাম খানের ছেলে তবিবর রহমান বাদী হয়ে এ মামলা করেছেন। আসামিরা হলেন, যশোর শহরের নাজির শংকরপুর চাতালের মোড়ের আব্দুর রউফ খান ও তার ছেলে রাজিব খান। তাদের বাড়ি মাগুরা সদর উপজেলার বাগিয়া গ্রামে। বাদী মামলায় উল্লেখ করেছেন, তার ছেলে রনি খান সৌদি আরবে একটি মুদিখানা দোকানে চাকরি করেন। দেড় মাস পূর্বে রনি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। আসামি আব্দুর রউফের বড় ছেলে রমিজ খান সৌদি আরবে একই প্রতিষ্ঠানে বাদীর ছেলের সাথে চাকরি করতো। কিছুদিন পূর্বে বিশেষ কারণে রমিজ খান চাকরিচ্যুত হন। কিন্তু রনি সেখানে চাকরি করার কারনে রমিজের সাথে তার বিরোধের সৃষ্টি হয়। গত ২১ মে রনি পরিবারের সদস্যদের নিয়ে যশোরে এসেছিলেন। ফেরার পথে  রাত সাড়ে ৮টায় আরএন রোড খালধার রোডে পৌছানো মাত্র আসামি রউফ ও রাজিব তাদের পথরোধ করে ইজিবাইক থেকে নামিয়ে নেয়। এ সময় রাজিব তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। রনির সাথে থাকা পরিবারের সদস্যরা চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে। এসময় তার পকেটে থাকা ৮৬ হাজার ৮শ’ টাকা ও একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে হত্যার হুমকি দিয়ে চলে যায় আসামিরা। এসব অভিযোগ এনে গত ৩০ মে আদালতে মামলা করেন তবিবর রহমান। আদালতের নির্দেশে ৩ জুন কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়। 

আরও খবর

🔝