gramerkagoj
মঙ্গলবার ● ৪ নভেম্বর ২০২৫ ২০ কার্তিক ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম ফার্মেসিতে পাইলস অপারেশন করেন ভুয়া ডাক্তার প্রভাত মণিরামপুরে পরকীয়ায় জেরে গৃহবধূ শিল্পীর আত্মহত্যা না হত্যা, স্বামী পুলিশ হেফাজতে মননোয়নকে কেন্দ্র করে বিএনপির একাংশের প্রতিবাদ মিছিল বিসিবি’র কাউন্সিলর নির্বাচিত হওয়ায় রাজুকে সংবর্ধনা প্রদান মণিরামপুর সীমান্তবর্তী মশিয়াহাটি বাজারে নারী-পুরুষকে বেঁধে স্বর্ণের দোকানে ডাকাতি দেখে নিন সারাদেশের কোন আসনে কে পেলেন বিএনপি’র মনোনয়ন থাই কোচের বিদায় ॥ আসছে ইরানি কোচ নভেম্বরেই মুশফিকের শততম টেস্ট যশোরের পাঁচ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে যশোরে স্বেচ্ছাসেবক দলের পানির ফিল্টার বিতরণ
টাক পড়া সমস্যার সমাধান করবে এই তেলগুলো
প্রকাশ : রবিবার, ২৬ জুন , ২০২২, ০৭:২৯:৪৭ পিএম
কাগজ ডেস্ক:
1656250209.jpg
টাক পড়ার সমস্যা ছেলেদের ক্ষেত্রে বেশি দেখা যায়। শুধু যে বয়স বাড়লেই টাক পড়তে শুরু করে তা কিন্তু নয়। টাক পড়ার সমস্যা দেখা দিতে পারে কম বয়সেই। একবার চুল পড়তে শুরু করলে তা বন্ধ করা মুশকিল। ছেলেরা চুলে নিয়মিত তেল ব্যবহার করতে চান না। নিজের যত্ন নেওয়ার ক্ষেত্রে তারা থাকেন উদাসীন। এমনটা করলে চলবে না। টাক পড়া বন্ধ করতে নিয়মিত চুলে তেল দিতে হবে। এতে চুল পড়া তো বন্ধ হবেই, সেইসঙ্গে চুলের গোড়া শক্ত, চুল ঝলমলে হবে। কিন্তু কোন তেল চুলে টাক পড়া বন্ধ করবে? চলুন জেনে নেওয়া যাক-নারিকেল তেলসব ধরনের চুলের যত্নে ব্যবহার করা যায় নারিকেল তেল। এই তেল চুলের যাবতীয় সমস্যা প্রতিরোধ করতে পারে। খুশকি দূর করা, চুলে পুষ্টি জোগানো এবং চুল ঝলমলে করতে নারিকেল তেলের বিকল্প নেই। পুরো চুল কন্ডিশন করতে চাইলে নারিকেল তেল সেরা। এটি চুলের গোড়া শক্ত করে এবং চুল পড়া কমায়। যে কারণে চুলে নিয়মিত নারিকেল তেল ব্যবহার করলে টাক পড়ার সমস্যা দূর হয়।অলিভ অয়েলচুলের যত্নে কার্যকরী হিসেবে নারিকেল তেলের পরেই আসে অলিভ অয়েলের নাম। এটি ব্যবহারে অ্যালার্জির ভয় নেই। অলিভ অয়েল স্পর্শকাতর স্ক্যাল্পের জন্য বেশি ভালো। বিশেষজ্ঞরা স্ক্যাল্পকে ময়েশ্চারাইজ করার জন্য অলিভ অয়েল ব্যবহারের পরামর্শ দেন। এতে উপস্থিত অ্যান্টিইনফ্লেমেটরি বৈশিষ্ট্য মাথার ত্বকের স্বাস্থ্যের উন্নতির জন্য সেরা।অ্যাভোকাডো তেলচুলে টাক পড়ার বন্ধ করতে আরেকটি উপকারী তেল হলো অ্যাভোকাডো তেল। এতে আছে ভিটামিন এ, বি, ই, ডি, আয়রন, অ্যামাইনো অ্যাসিড এবং ফলিক অ্যাসিডসহ নানা পুষ্টি। যা চুল বৃদ্ধি করতে সাহায্য করবে। শুষ্ক ও ক্ষতিগ্রস্ত চুল আর্দ্র করতে কাজ করে অ্যাভোকাডো তেল। এই তেল চুলে শক্তি জোগায় এবং ইউভি রশ্মি থেকে রক্ষা করে। গরমে চুল সংক্রান্ত নানা সমস্যা দূর করতে সাহায্য করে অ্যাভোকাডো তেল। নিয়মিত এই তেল ব্যবহার করলে তা চুলের বৃদ্ধি ও স্বাস্থ্য দুটোই ভালো থাকবে। বন্ধ হবে টাক পড়ার সমস্যা।বাদাম তেলঅতিরিক্ত চুল পড়ার কারণে টাক পড়ে গেছে? এই সমস্যায় ভুগলে আপনার জন্য উপকারী হতে পারে বাদাম তেল। নিয়মিত বাদাম তেল ব্যবহার করলে কমে টাক পড়ার সমস্যা। কারণ এই তেল ভিটামিন ই সমৃদ্ধ। চুলের অ্যারোমাথেরাপিতে ব্যবহার করা হয় বাদাম তেল। এটি চুলের গোড়া পরিষ্কার রাখে। সপ্তাহে চারদিন চুলে বাদাম তেল ব্যবহার করলে উপকার পাবেন।

আরও খবর

🔝