gramerkagoj
রবিবার ● ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে হাজারো শিয়া মুসলিম মুস্তাফিজের বোলিং জাদুতে স্তব্ধ লঙ্কানরা, প্রশংসায় ভাসালেন লিয়ানাগে ওয়াইফাই পাসওয়ার্ড ছাড়াই ইন্টারনেট ব্যবহার? জেনে নিন সহজ তিনটি উপায় জোতার দুই বছরের সম্পূর্ণ বেতন পাবে তার পরিবার এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে রচিত ইতিহাস মালয়েশিয়া ফেরত ৩ বাংলাদেশির বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ নেই অপকর্মে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা পলাশবাড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণে উপসহকারী প্রকৌশলীর দুর্নীতি অভিযোগ ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল 'আমেরিকা পার্টি' গঠনের ঘোষণা
ষাঁড়ের লড়াই দেখতে এসে স্টেডিয়াম ধসে নিহত ৬
প্রকাশ : সোমবার, ২৭ জুন , ২০২২, ০৩:০৪:০৫ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
1656320667.jpg
কলম্বিয়ায় ষাঁড়ের লড়াই চলাকালে স্টেডিয়ামের এক পাশের দর্শক স্ট্যান্ড ধসে পড়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও শতাধিক। স্থানীয় সময় রোববার (২৬ জুন) এ দুর্ঘটনা ঘটে।ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানা যায়, কলম্বিয়ার মধ্যাঞ্চলে ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা হয়েছিল। দেশটির তোলিমা এলাকার এল এসপিনাল স্টেডিয়ামে ঐতিহ্যবাহী ‘কোরালেজা’ আয়োজনের অংশ ছিল এটি। দেশটির ঐতিহ্যবাহী এই আয়োজন ষাঁড়ের সঙ্গে লড়তে সাধারণ মানুষ রিংয়ে প্রবেশ করেন। এবার খেলা চলাকালীনই স্টেডিয়ামের এক পাশের কাঠের স্ট্যান্ড ভেঙেই হতাহতের ঘটনা ঘটে।কলম্বিয়ার স্থানীয় একটি রেডিওর টুইটার একাউন্টে প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, খেলা চলার সময় দর্শকবোঝাই তিনতলাবিশিষ্ট কাঠের কাঠামোটি হঠাৎই ভেঙে পড়ে।তোলিমার গভর্নর জোসে রিকার্ডো ওরোজকো জানান, নিহতদের মধ্যে দুজন নারী, একজন পুরুষ এবং একটি শিশুও রয়েছে। এছাড়া অন্তত ৩০ জন গুরুতর আহত হয়েছেন বলেও জানান তিনি।স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা লুইস ফার্নান্দো ভেলেজ জানিয়েছেন, তারা এখনও নিশ্চিত নন যে ঠিক কতজন লোক ধ্বংসাবশেষে চাপা পড়েছে। খেলা চলার সময় স্ট্যান্ডটি দর্শকে পরিপূর্ণ ছিল।এদিকে এ দুর্ঘটনার পরই দেশটির সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এ ধরনের আয়োজন নিষিদ্ধ করতে স্থানীয় কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, মানুষ বা প্রাণীর মৃত্যু হয় এমন অনুষ্ঠানের অনুমতি না দিতে আমি মেয়রদের অনুরোধ করছি।

আরও খবর

🔝