gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বাংলাদেশ-উইন্ডিজ প্রথম টি-টোয়েন্টিতে জিতল বৃষ্টি
প্রকাশ : রবিবার, ৩ জুলাই , ২০২২, ০৩:০৯:২২ পিএম
ক্রীড়া ডেস্ক:
1656839385.jpg
বৃষ্টি আসছে ঝেঁপে, খেলা থেমে যাচ্ছে, ডমিনিকার আকাশে এরপর রোদ হাসছে, দুই দলের খেলোয়াড়রাও ফিরছেন মাঠে। বাংলাদেশ-উইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে এই ছিল খেলার অবস্থা। পুরো ম্যাচে যে বৃষ্টি ছড়ি ঘুরিয়েছে, ম্যাচ শেষেও ‘বিজয়ীর হাসি’ হেসেছে বৃষ্টিই। বৃষ্টিতে পরিত্যক্তই হলো সিরিজের প্রথম ম্যাচ! বৃষ্টির পর খেলা মাঠে গড়ালে আবার দুই দফা বৃষ্টি হয়। এতে টি-টোয়েন্টি ম্যচ ১৪ ওভারে নেমে আসার পরেও খেলা শেষ করা সম্ভব হয়নি বাধ্য হয়ে তৃতীয় দফা বৃষ্টির পর দুই অধিনায়কের সঙ্গে আলোচনার পর খেলা পরিত্যক্ত ঘোষণা করেন মাঠ আম্পায়াররা।প্রবল বর্ষণ যাকে বলে, সেই মুষলধারায় বৃষ্টি অবশ্য ছিল না ডমিনিকায়। থেমে থেমে হওয়া বৃষ্টির স্থায়িত্বও খুব বেশি নয়। তবে ঘুরেফিরেই বাগড়া বসাচ্ছিল বেরসিক বৃষ্টি। তাতেই পণ্ড হয়ে গেল বাংলাদেশ বনাম উইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।বৃষ্টির কারণেই নির্ধারিত সময়ে খেলা শুরু না হওয়ায় ম্যাচ নেমে আসে ১৬ ওভারে। পরে আরেক দফা বৃষ্টি হলে আরো ২ ওভার কমে যায় ম্যাচের দৈর্ঘ্য। এমন পরিস্থিতি ১৪ ওভারের ম্যাচে বাংলাদেশের ইনিংসের ১৩ ওভার পর আবার নামে বৃষ্টি। তখন ৮ উইকেট হারিয়ে টাইগারদের স্কোর বোর্ডে ১০৫ রান। এরপর খেলা শুরুর অবস্থা তৈরি হলেও হাতে বেশি সময় না থাকায় দুই দলের অধিনায়কের মতামতের ভিত্তিতে ম্যাচ পরিত্যক্ত করা হয়।এর আগে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। এ ম্যাচ দিয়ে দীর্ঘ ৭ বছর পর আবার টি-টোয়েন্টি একাদশে ফিরেছেন এনামুল হক বিজয়। মুনিম শাহরিয়ারকে নিয়ে ইনিংস শুরু করতে নামেন তিনি।

আরও খবর

🔝