gramerkagoj
বুধবার ● ১৬ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম প্রবল বর্ষণে যশোরে সবজিসহ ৩১৯১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক যশোরে কুমারী সেজে দ্বিতীয় বিয়ে ও মালামাল আত্মসাৎ, স্বামীর আদালতে মামলা পাউবির ত্বরিত পদক্ষেপে বিকল স্লুইস গেট সচল মণিরামপুরে আব্দুল মান্নান হত্যার দায় স্বীকার ভাই ও ভাইপোর অস্ত্রসহ আটক রয়েল দুই দিনের রিমান্ডে শান্তির হ্যাট্রিকে ভুটানকে হারালো বাংলাদেশ চৌগাছায় টানা বৃষ্টিতে একশ হেক্টর আউশ ধান পানির নিচে, দুশ্চিন্তায় কৃষকরা যারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে তারা গণতন্ত্রের বন্ধু হতে পারে না: অমিত একটি মেডিক্যাল ক্যাম্প ও ভ্রমণ কাহিনী যশোরে একদিনের ব্যবধানে ফের আটটি স্বর্ণের বার উদ্ধার,  দুই পাচারকারী আটক
নাজিরপুরে আ’লীগের সম্মেলনে সংঘর্ষ
প্রকাশ : সোমবার, ৪ জুলাই , ২০২২, ০৬:১৮:৩৫ পিএম
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি::
1656940101.jpg
পিরোজপুরের নাজিরপুরের দীর্ঘা  ইউনিয়ন আ’লীগের সম্মেলনকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া ও চেয়ার ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় ওই ইউনিয়নের চেয়ারম্যান  আশুতোষ  বেপারীকে লাঞ্চিত করেছেন প্রতিপক্ষের কর্মীরা। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে ওই ইউনিয়নের শহীদ জননী মহিলা কলেজে। এ ঘটনায় ওই ইউনিয়নের সম্মেলন  স্থগিত করা হয়। ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক সুনিল হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড কানাই লাল বিশ্বাস, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট নির্ঝন কান্তি বিশ্বাস, ইউনিয়ন আ’লীগের সভাপতি মাস্টার শাহ আলম আকন প্রমুখ। ইউনিয়ন আ’লীগের সভাপতি শাহ আলম আকন অভিযোগ করে জানান, ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সভাপতি কালা চাঁদ হালদারকে বাদ দিয়ে গোপনে সুনিল মন্ডলকে, ৮নম্বর ওয়ার্ডের নির্বাচিত সাধারন সম্পাদক অপূর্ব হালদারকে বাদ দিয়ে দীপু চক্রবর্তীকে পদ দেয়া হয়েছে। এমনি ভাবে ওই ইউনিয়নের ৭নম্বর, ৯ নম্বর সহ কয়েকটি ওয়ার্ডে নির্ধারিত তারিখে সম্মেলন না করে গোপনে পকেট কমিটি করা হয়। এ সব বিষয়ে সম্মেলনে অভিযোগ দিলে সম্মেলনের দায়িত্বে থাকারা সম্মেলন  স্থগিত করেন। তবে ওই সম্মেলনের দায়িত্বে থাকা জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ্বাস জানান, সম্মেলনে একটি গ্রুপ উদ্দেশ্যমূলকভাবে বিশৃঙ্খলা করলে সম্মেলন স্থগিত  করে দেয়া হয়।

আরও খবর

🔝