gramerkagoj
শনিবার ● ২৫ অক্টোবর ২০২৫ ১০ কার্তিক ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম যশোরে গৃহবধুর গোসলের ভিডিও ধারণ নিয়ে হামলা বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান এল ক্লাসিকোর আলোচনায় ইয়ামাল-ক্যারেরাস হাজিদের ৮ কোটি টাকা ফেরত দিয়েছি, দুর্নীতিতে জড়িত নই গ্রামের কাগজে এর মফস্বল সাংবাদিক ফোরামের নির্বাহী কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত ধর্মকে বিভাজনের হাতিয়ার নয়, ঐক্যের শক্তি হিসেবে দেখতে হবে যুক্তরাষ্ট্র থেকে সরকারিভাবে গম আমদানি শুরু কুয়েতে আজ মাঠে বসুন্ধরা কিংস, প্রতিপক্ষ ওমানের আল সীভ ক্লাব ভারত করেছে দলের সঙ্গে, পাকিস্তান করছে নতুন সম্পর্ক গড়ার দৌড়ঝাঁপ হৃদরোগ প্রতিরোধে উত্তরাঞ্চলে বড় ভূমিকা রাখবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন : স্বাস্থ্য সচিব
স্ত্রী-শিশুকে শ্বাসরোধ করে হত্যার দায়ে ফাঁসি
প্রকাশ : মঙ্গলবার, ৫ জুলাই , ২০২২, ০৭:২৪:০২ পিএম
খুলনা প্রতিনিধি: :
1657027458.jpg
খুলনায় স্ত্রী ও এক বছরের কন্যাশিশুকে হত্যার দায়ে মাহাবুবুর মোড়ল নামে এক আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মাহবুব ডুমুরিয়া উপজেলার মঠবাড়িয়া এলাকার সিরাজ মোড়লের ছেলে।মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে খুলনা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম এ রায় ঘোষণা করেন।আদালত সূত্র জানায়, হত্যাকাণ্ডের তিন বছর আগে পারিবারিকভাবে মাহবুবুর মোড়লের সঙ্গে রেশমা বেগমের বিয়ে হয়। এর এক বছর পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। প্রায়ই মাহবুবুর স্ত্রীকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন।২০১৫ সালের ৩১ আগস্ট পারিবারিক বিষয় নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে আসামি মাহবুব সকাল সাড়ে ৯টার দিকে স্ত্রী রেশমাকে বাবার বাড়িতে যাওয়ার কথা বললে তিনি যেতে অস্বীকৃতি জানান। এরপর ক্ষিপ্ত হয়ে রেশমা বেগম ও তার এক বছর বয়সী কন্যাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেন। তাদের দুজনের মৃত্যু নিশ্চিত করে মাহবুব পালিয়ে যান। আসামি মাহবুবুরের বাবা সিরাজ মোড়ল বেলা সাড়ে ১১টার দিকে রেশমার বাবাকে হত্যাকাণ্ডের বিষয়টি জানান। তিনি তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দিলে তাদের মরদেহের সুরতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।২০১৫ সালের ১ সেপ্টেম্বর রেশমার বাবা আবুল কালাম বাদী হয়ে ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ৩১ ডিসেম্বর ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম রেশমার স্বামী মাহবুবুকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আরও খবর

🔝