gramerkagoj
মঙ্গলবার ● ১৫ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
gramerkagoj
৫৮ দেশে মাঙ্কিপক্স, জরুরি বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা!
প্রকাশ : বৃহস্পতিবার, ৭ জুলাই , ২০২২, ০৬:৪৩:২১ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
1657197826.jpg
আফ্রিকা থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়া বিরল ভাইরাস মাঙ্কিপক্সে বিশ্বের ৫৮টি দেশে ৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) তথ্যটি নিশ্চিত করে জানিয়েছে, আগামী ১৮ জুলাই বা তারও আগে এ বিষয়ে ফের জরুরি বৈঠকে বসবে ডব্লিউএইচওর একটি কমিটি। ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়াসুস এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বলে বুধবার (৬ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবকে জনস্বাস্থ্যের জন্য বৈশ্বিক জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করা হবে কি না, বৈঠকে সে বিষয়ে পরামর্শ দেয়া হবে। এর আগে গত ২৭ জুন ডব্লিউএইচওর কমিটি এ সংক্রান্ত বৈঠকে বসে। মাঙ্কিপক্স তখনও জনস্বাস্থ্যের জন্য বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণার অবস্থায় যায়নি বলে ওই বৈঠকে একমত হন কমিটির সদস্যরা। বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডব্লিউএইচওর মহাপরিচালক বলেন, আমি সারা বিশ্বে ভাইরাসটির মাত্রা ও বিস্তার নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ছি। ৮০ শতাংশের বেশি মাঙ্কিপক্স ইউরোপে শনাক্ত হয়েছে বলে জানান তেদরোস আধানম গেব্রেয়াসুস।

আরও খবর

🔝