gramerkagoj
শুক্রবার ● ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম শক্তিশালী বাঙ্কার বাস্টার তৈরি করছে ভারত ঢাকা-পাবনা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত অন্তত ১০ জন সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ৫ আগস্টের পর রামিম-তাশরিকদের আরেক ‘যুদ্ধ’ খোঁজা হচ্ছে নগদের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের নেপথ্যের ব্যক্তিদের জনগণের প্রত্যাশা পূরণে দরকার একটি নির্বাচিত সরকার : নার্গিস বেগম ডায়াবিটিস নিয়ন্ত্রণে করলা: প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন এই তেঁতো ওষুধ ইতিহাস গড়া মেয়েদের অভিনন্দন যশোরে প্রেমে সাড়া না দেওয়ায় এসিড নিক্ষেপ, তরুণীসহ তিনজন আহত যশোরে চোরাই অটোরিকশার যন্ত্রাংশসহ আটক এক, তিনজনের নামে মামলা
কাঁদতে কাঁদতে সিনেমা ছাড়ার কথা বললেন বর্ষা
প্রকাশ : বুধবার, ১৩ জুলাই , ২০২২, ০৩:৩৪:১৮ পিএম
বিনোদন ডেস্ক:
1657704922.jpg
কোরবানির ঈদ উপলক্ষে (১০ জুলাই) মুক্তি পেয়েছে চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের নতুন সিনেমা 'দিন: দ্য ডে'। সেখানে অনন্তের নায়িকা হিসেবে তার স্ত্রী বর্ষা। সিনেমাটির বাজেট ১০০ কোটি টাকার বেশি বলে শুরু থেকে বলে আসছিলেন অনন্ত। আর এটি মুক্তি পায় দেশের ১০৭ সিনেমা হলে। যা ঈদে মুক্তি পাওয়া অন্য দুটি সিনেমার চেয়ে প্রায় দশ গুণ বেশি।সিনেমাটি মুক্তির পর থেকেই এর প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন অনন্ত ও বর্ষা। মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যায় সিনেমাটি দেখতে ঢাকার মধুমিতা সিনেমা হল পরিদর্শন যান দুই তারকা। তবে এদিন সেখানে ঘটলো ভিন্ন এক ঘটনা। সবার সামনে কাঁদলেন বর্ষা।সেখানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বর্ষা বলেন, 'একটা বিষয় খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, কে বা কারা জানি না, ইচ্ছাকৃতভাবে নেগেটিভ কথাবার্তা প্রচার করার চেষ্টা করছে। বিশেষ করে আমার সিনেমা বাদ দিয়ে আমাদের ব্যক্তিগত স্বার্থে ডাউন করা চেষ্টা করছে। খুব কষ্টই পেলাম। ভালো জিনিস কেন মানুষ প্রশংসা করতে পারে না।'এই নায়িকা বলেন, ‘আজকে যদি আমরা চলচ্চিত্র না করি, তাহলে আমাদের কিছুই হবে না, আমরা যে চেষ্টা করছি ভালো একটা সিনেমা দিতে। আমি জানি না, মানুষজন কেন মিথ্যা কথা বলে নিউজ রটাচ্ছে। অনেকেই বলছে, আমরা আমাদের গার্মেন্টসকর্মী এনে সিনেমা দেখাচ্ছি। কীভাবে সম্ভব, মানুষ দেশে গিয়েছে ঈদ করার জন্য, কীভাবে লোক পাব এখন, এটা কী হতে পারে?’কান্নাজড়িত কণ্ঠে বর্ষা আরও যোগ করেন, 'নেত্রী: দ্য লিডার' আমরা শুটিং করেছি, হতে পারে এটা শেষ না করতে পারি, এটাই আমাদের জীবনের শেষ সিনেমা। এরপর আমরা আর করব না, যদি মানুষ এভাবে আমাদের ছোট করে গায়ের জোরে ছোট করার চেষ্টা করে। আর কিছু বলতে চাই না।'উল্লেখ্য, ‘দিন-দ্য ডে’ পরিচালনা করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম ও অনন্ত জলিল। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। এতে অনন্তর নায়িকার চরিত্রে অভিনয় করেছেন তার স্ত্রী বর্ষা। এ ছাড়াও আছেন ইরান, লেবানন ও বাংলাদেশের কয়েকজন অভিনয়শিল্পী।

আরও খবর

🔝