gramerkagoj
রবিবার ● ৬ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
gramerkagoj
‘শেখ হাসিনার সরকার ক্রীড়া বান্ধব’
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ জুলাই , ২০২২, ০৭:২১:১৭ পিএম
আল-আমিন হোসাইন, নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা::
1657804907.jpg
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার ক্রীড়া বান্ধব সরকার। তাইতো বাংলাদেশের খেলার সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে পড়ছে। দেশের খেলোয়ারদের   সরকারী পৃষ্ঠপোষকতার মাধ্যমে আরো ভালো করার চেষ্টা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (১৪জুলাই) বিকালে নাজিরপুর শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যকালে তিনি এ কথা বলেন। নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল সাদীদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার। খেলায় নাজিরপুর মডেল প্রাথমিক বিদ্যালয় (বালক) ও ৯৩ নম্বর পূর্ব বানিয়ারী (বালিকা) বিজয়ী হয়। ওই খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম বায়েজিদ হোসেন, নাজিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, মহিলা ভাইস-চেয়ারম্যান শাহারিয়ার ফেরদাউস রুনা, উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম প্রমুখ।

আরও খবর

🔝