gramerkagoj
রবিবার ● ১৬ নভেম্বর ২০২৫ ১ অগ্রহায়ণ ১৪৩২
gramerkagoj
বোয়ালমারীতে সন্তানদের মোবাইল আসক্তি কেড়ে নিল মায়ের প্রাণ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ জুলাই , ২০২২, ০৭:২২:০০ পিএম
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি::
1657804943.jpeg
ফরিদপুরের বোয়ালমারীতে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। সন্তানদের মোবাইল ব্যবহার করাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের জেরে স্ত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। নিহত গৃহবধূর নাম চায়না বেগম (২৩)। তিনি বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বান্দুগ্রামের শ্রমজীবী মারুফ মোল্লার স্ত্রী এবং দুই সন্তানের জননী। বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য বাচ্চু মোল্যা জানান, বুধবার (১৩ জুলাই) রাতে সন্তানদের মোবাইল ব্যবহার করাকে কেন্দ্র করে স্বামী মারুফ মোল্লার সাথে স্ত্রী চায়না বেগমের ঝগড়া হয়। এর জেরে চায়না বেগম বুধবার গভীর রাতে বাড়ির দক্ষিণ পাশের আমগাছের ডালে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। সকালে পরিবারের সদস্যরা চায়না বেগমকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি করে বাড়ির পাশের আম গাছের সাথে লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।লাশ উদ্ধারকারী কর্মকর্তা বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান বলেন, বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরও খবর

🔝