gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৪ বৈশাখ ১৪৩১
gramerkagoj
এশিয়ান গেমস শুরু হবে ২০২৩-এর ২৩ সেপ্টেম্বর
প্রকাশ : বুধবার, ২০ জুলাই , ২০২২, ০৪:৪৯:২২ পিএম
ক্রীড়া ডেস্ক:
1658314188.jpg
করোনা মহামারির কারণে স্থগিত হওয়া এশিয়ান গেমসের নতুন সূচি প্রকাশ করেছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া। নতুন সূচি অনুযায়ী ২০২৩-এর ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ৮ অক্টোবর পর্যন্ত।বিষয়টি নিশ্চিত করে অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) পক্ষ থেকে মঙ্গলবার (১৯ জুলাই) বলা হয়, শেষ দু’মাস ধরে চীনের অলিম্পিকস কমিটির সঙ্গে কথা হচ্ছে। অন্য প্রতিযোগিতার সঙ্গে যাতে গেমসের সময় এক না হয়ে যায় সেই নিয়ে আলোচনা হয়েছে। ২০২৩ সালে ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমস। চলবে ৮ অক্টোবর পর্যন্ত।এ আসরে ৪৪টি দেশ থেকে আসা ১১ হাজারেরও বেশি অ্যাথলেট অংশ নেবেন। ইতোমধ্যে এশিয়ান গেমস আয়োজনের জন্য ৫৬টি ভেন্যুর নির্মাণকাজ শেষ করা হয়েছে।এর আগে ২০২০ সালের অলিম্পিকও করোনার কারণে স্থগিত করে দেয়া হয়েছিলো। এক বছর পর ২০২১ সালে জাপানের টোকিওতে বসেছিলো অলিম্পিক আসর।

আরও খবর

🔝