gramerkagoj
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০২৪ ১৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
খানসামা উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমির দলিলসহ বাড়ি হস্তান্তর
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ জুলাই , ২০২২, ০৪:৩৮:১৬ পিএম
এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ::
1658399914.jpg
মুজিববর্ষ উপলক্ষে সারা দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ২৬ হাজার ২২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে আশ্রয়ন প্রকল্পের জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ সভাকক্ষে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হয়।বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষ প্রান্ত থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে ভূমিহীন ও গৃহহীনদের বাড়ি উদ্বোধন করেন। পরে উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের জমির দলিল সহ বাড়ি হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন ও ইউএনও রাশিদা আক্তার। এর আগে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান, ওসি চিত্তরঞ্জন রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা আহমেদ শাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও উপকারভোগীগণ। 

আরও খবর

🔝