gramerkagoj
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০২৪ ১৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
চৌগাছায় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বই ও নগদ অর্থ সহায়তা প্রদান
প্রকাশ : সোমবার, ২২ আগস্ট , ২০২২, ০১:৫৫:৫২ পিএম
চৌগাছা (যশোর) অফিস::
1661155056.jpg
যশোরের চৌগাছায় তিনটি মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বই ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার সকালে প্রেসক্লাব চৌগাছা ও যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের মেধাবী বিদায়ী শিক্ষার্থী সালিম আল-দ্বীনের সহযোগিতায় বই ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এ উপলক্ষে প্রেসক্লাব চৌগাছার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে বড় হতে গেলে লেখাপড়ার পাশাপাশি বিনয়ী হতে হবে। ভবিষ্যতে আত্মনির্ভশীল হতে চাইলে এখন থেকেই ভালোকাজের অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি বলেন, সবসময় চেষ্টা করতে হবে ভিন্নভিন্ন ভালো কাজ করা। এছাড়া লেখাপড়ায় মনোযোগ দিতে হবে। নিজের লক্ষ্য স্থির করে পরিশ্রম করতে হবে।    আলোচনা সভায় প্রেসক্লাব চৌগাছার ভারপ্রাপ্ত সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির আলোচনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নাসরিন সুলতানা, চৌগাছা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জাহিদুর রহমান বকুল, ইউপি সদস্য সাফিয়া সুলতানা প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শওকত আলী, শিক্ষক হারুন-অর-রশিদ, শিক্ষক শামীমা ইয়াসমিন, সাপ্তাহিক চৌগাছার সম্পাদক খাজা ফজিল আইজ, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক একে এম আল মামুন শাহীন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সাংবাদিক খলিলুর রহমান জুয়েল, কবিরুল ইসলাম, সুজন দেওয়ান, টিপু সুলতান, এহসান জামিল, রেজাউল করিম সাগর, সালিম আল-দ্বীন, ঈমাম হোসেন সাগর, আব্দুল গণি, শামীম রেজা প্রমূখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা মুক্তিনগর মাধ্যমিক বিদ্যালয়, শহীদ মশিয়ুর রহমান মাধ্যমিক বিদ্যালয় ও আই পি পৌর মাধ্যমিক বিদ্যালয়ের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বই ও নগদ অর্থ তুলে দেন। একই সাথে এমএম বিশ^বিদ্যালয়ের এক শিক্ষার্থীর হাতে নগদ অর্থ প্রদান করেন।শিক্ষার্থী তানিয়া রহমান, সুরাইয়া খাতুন, মেহেদি হাসান ফাহিম জানায়, তারা সহায়তা পেয়ে খুব খুশি। এতে তাদের উৎসাহ বাড়বে। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল।

আরও খবর

🔝