gramerkagoj
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০২৪ ১৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
মোংলা বন্দরে মেট্রোরেলের একাদশ চালান
প্রকাশ : সোমবার, ২২ আগস্ট , ২০২২, ০৪:১৭:০৭ পিএম
বাগেরহাট প্রতিনিধি: :
1661163445.jpg
মেট্রোরেলের একাদশ চালানের আট বগি, চার ইঞ্জিন ও ৩৪ প্যাকেজ মেশিনারি পণ্য পৌঁছেছে মোংলা বন্দরে। সোমবার (২২ আগস্ট) সকালে বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙর করে জাহাজ এমভি হোসি ক্রাউন। ২৪ ঘণ্টার মধ্যে এসব সরঞ্জাম খালাস শেষ হবে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষ।এর আগে গত ২৭ জুলাই জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে জাহাজটি।বিদেশি জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান জানান, জাপানের কোবে বন্দর থেকে আটটি রেলওয়ে কোচ ও চারটি ইঞ্জিনসহ ৩৪ বক্স মেশিনারি পণ্য এসেছে।মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. মূসা বলেন, মোংলা বন্দরে মেট্রোরেলের আটটি বগি পৌঁছেছে। খুব দ্রুত এসব সরঞ্জাম খালাস শেষ হবে।

আরও খবর

🔝