gramerkagoj
সোমবার ● ৬ মে ২০২৪ ২৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
রাশিয়ার সাথে যৌথ সামরিক মহড়ায় চীন
প্রকাশ : বুধবার, ৩১ আগস্ট , ২০২২, ০৩:৪০:৫৭ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
1661938883.jpg
রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া চালাতে যাচ্ছে চীন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহব্যাপী ‘ভোস্তক ২০২২’ শীর্ষক এই মহড়ার আয়োজন করেছে রাশিয়া।  চীন ছাড়াও ভারত, বেলারুশ, মঙ্গোলিয়া, তাজিকিস্তান, সিরিয়া, লাওস, নিকারাগুয়া অংশ নেবে এই মহড়ায়। খবর: আল জাজিরা।মস্কো বলছে, ইউক্রেন যুদ্ধ চলাকালে দুই দেশের মধ্যকার ক্রমবর্ধমান ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্কের বিষয়টি প্রদর্শনের জন্য বেইজিংয়ের সঙ্গে একযোগে ব্যাপক ভিত্তিক এই মহড়া চালাবে রুশ বাহিনী।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভোস্তক ২০২২ শীর্ষক এই মহড়ায় অর্ধ লক্ষাধিক সেনাসদস্য অংশ নেবে। এছাড়াও মহড়ায় ১৪০টি বিমান, ৬০টি যুদ্ধজাহাজ এবং পাঁচ হাজার আর্মড ইউনিট অংশ নেবে।চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও রাশিয়ার উদ্যোগে আয়োজিত এই যৌথ মহড়ায় অংশ নিতে রাশিয়ায় সেনা পাঠানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে, পূর্ব লাদাখে চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনার মধ্যেই ভারতীয় সামরিক বাহিনীও এতে যোগ দিচ্ছে। তবে বেইজিং বলছে, এ যৌথ মহড়ায় চীনের অংশগ্রহণের সঙ্গে বর্তমান আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতির কোনও সম্পর্ক নেই।চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তির অংশ হিসেবে চীনা সেনারা এই মহড়ায় অংশ নিচ্ছে।চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে বেইজিং ও মস্কোর সরকারের মধ্যে সম্পর্ক ক্রমশ ঘনিষ্ঠ হচ্ছে।উল্লেখ্য, গত বছর আগস্টে উত্তর-মধ্য চীনে যৌথ সামরিক মহড়া চালায় ১০ সহস্রাধিক রুশ ও চীনা সেনা। এছাড়া গত অক্টোবরে রাশিয়া ও চীন এক যৌথ নৌ মহড়া চালায় জাপান সাগরে। এর কয়েক দিন পর রুশ ও চীনা যুদ্ধজাহাজ পশ্চিম প্রশান্ত মহাসাগরে তাদের প্রথম যৌথ টহল চালায়।

আরও খবর

🔝