gramerkagoj
মঙ্গলবার ● ৪ নভেম্বর ২০২৫ ১৯ কার্তিক ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম ফার্মেসিতে পাইলস অপারেশন করেন ভুয়া ডাক্তার প্রভাত মণিরামপুরে পরকীয়ায় জেরে গৃহবধূ শিল্পীর আত্মহত্যা না হত্যা, স্বামী পুলিশ হেফাজতে মননোয়নকে কেন্দ্র করে বিএনপির একাংশের প্রতিবাদ মিছিল বিসিবি’র কাউন্সিলর নির্বাচিত হওয়ায় রাজুকে সংবর্ধনা প্রদান মণিরামপুর সীমান্তবর্তী মশিয়াহাটি বাজারে নারী-পুরুষকে বেঁধে স্বর্ণের দোকানে ডাকাতি দেখে নিন সারাদেশের কোন আসনে কে পেলেন বিএনপি’র মনোনয়ন থাই কোচের বিদায় ॥ আসছে ইরানি কোচ নভেম্বরেই মুশফিকের শততম টেস্ট যশোরের পাঁচ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে যশোরে স্বেচ্ছাসেবক দলের পানির ফিল্টার বিতরণ
ডুমুরিয়ায় এক ট্রাক-চালকের ২১ দিনের কারাদন্ড

❒ ভ্রাম্যমণ আদালত

প্রকাশ : সোমবার, ৫ সেপ্টেম্বর , ২০২২, ০৮:১০:১৮ পিএম
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
1662387205.jpg
ডুমুরিয়ায় বেপরোয়া গতি ও ড্রাইভিং লাইসেন্স ছাড়াই গাড়ি চালানোর অপরাধে ট্রাক-চালক ইব্রাহীম মোড়লকে ২১ দিনের কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে খুলনা-সাতক্ষীরা সড়কের মেছাঘোনা বাবুখান মোড় নামক স্থানে এ আদালত পরিচালিত হয়।আদালত সুত্রে জানা গেছে, উপজেলার শোভনা ইউনিয়নের মলমলিয়া গ্রামের মজিদ মোড়লের ছেলে ইব্রাহীম মোড়লের (২২) বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। সে পেশায় একজন ট্রাক-চালক। সোমবার দুপুরে সে বেপরোয়া গতিতে খুলনা-সাতক্ষীরা সড়কের ওপর গাড়ি চালাচ্ছিলো। এ সময় মেছাঘোনা বাবুখান মোড়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শরীফ আসিফ রহমান সড়ক ও পরিবহন নিয়ন্ত্রণ আইনে অভিযান পরিচালনা করছিলেন। তখন বেপরোয়া গতিতে গাড়ি চালানো ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ইব্রাহীম মোড়লের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি শেষে সড়ক ও পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারামতে অভিযুক্ত ইব্রাহীম মোড়লকে ২১ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। আদালত পরিচালনায় সহযোগিতা করেন ডুমুরিয়া থানা এসআই শাহীন ও বে -সহকারি আবুজার হুসাইন।  

আরও খবর

🔝