gramerkagoj
শুক্রবার ● ২১ নভেম্বর ২০২৫ ৭ অগ্রহায়ণ ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম যশোরের চয়ন হত্যা মামলার আসামি হৃয়য়ের আত্মসমর্পণ আইনজীবী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাধারণ সম্পাদক প্রার্থী মনিরুল ইসলাম যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিত ঝিকরগাছায় বাঁওড়ের চোরাই মাছসহ নৌকা ও জাল জব্দ মুশফিক-লিটনের শতকের পর বোলারদের দাপট কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেল বিরল প্রজাতির হনুমানটি উল্লেখযোগ্য দর্শকের উপস্থিতিতে চ্যাম্পিয়ন সদর উপজেলা মোরেলগঞ্জে নদীতে জাটকা সংরক্ষন অভিযানে ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ভষিভূত দেবে গেছে বাঘারপাড়া-খাজুরা-কালিগঞ্জ সড়ক, ঝুঁকি চরমে গোগায় ধানের শীষের প্রার্থী তৃপ্তির বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠক
বাল্য বিবাহ না দেয়ার অঙ্গীকার ভঙ্গ করায় মেয়ের মাকে জরিমানা
প্রকাশ : সোমবার, ৫ সেপ্টেম্বর , ২০২২, ০৮:১৩:৫৫ পিএম
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:
1662387257.jpg
দেবহাটায় বাল্য বিবাহ না দেয়ার অঙ্গীকার ভঙ্গ করায় মেয়ের মাকে জরিমানা করলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। সোমবার ৫ সেপ্টেম্বর, ২২ ইং বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইউএনও এই জরিমানার আদেশ প্রদান করেন। জানা যায়, দেবহাটা উপজেলার কোড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের নাবালিকা কন্যাকে বিবাহ দেয়ার প্রস্তুতি গ্রহন করায় ইউএনওর দপ্তরে গত ১ মাস আগে জাহাঙ্গীরের স্ত্রী রেহানা খাতুন (৩৮) তার মেয়েকে ১৮ বছরের আগে বিবাহ দেবেনা বলে লিখিত অঙ্গীকার করে। কিন্তু গত কিছুদিন পূর্বে তারা তাদের নাবালিকা মেয়েকে গোপনে বিবাহ দেয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানতে পেরে সোমবার দুপুরে মেয়ের মা রেহানাকে আটক করেন। পরে বাল্য বিবাহ নিরোধ আইনের আওতায় অঙ্গীকার ভঙ্গ করার দায়ে রেহানা খাতুনকে নগদ ৫ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, বাল্য বিবাহ নিরোধ আইনে বাল্য বিবাহ দেবেনা এমন অঙ্গীকার ভঙ্গ করার জন্য ৬ মাসের জেল অথবা ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ড প্রদান করা যাবে। সে হিসেবে মেয়ের মা অঙ্গীকার ভঙ্গ করার অপরাধে দন্ডিত হওয়ায় তাকে জরিমানার আদেশ প্রদান করা হয়েছে। ইউএনও এবিষয়ে সকলকে সতর্ক করে জানান, এধরনের কাজ করলেও তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। অভিযান অব্যাহত থাকবে বলে ইউএনও জানান।

আরও খবর

🔝