gramerkagoj
মঙ্গলবার ● ১৩ মে ২০২৫ ৩০ বৈশাখ ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যশোরের এনামের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান চিকিৎসা সেবায় অব্যবস্থাপনা ও দায়হীনতায় ক্ষুব্ধ স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগম রংপুরে বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জন নিহত 'Dance Of The Hillary' ম্যালওয়্যার দিয়ে ব্যক্তিগত তথ্য চুরি করছে হ্যাকাররা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন যেসব ক্ষেত্রে প্রযোজ্য হবেনা এতদিন যেখানে লুকিয়ে ছিলেন সংগীতশিল্পী মমতাজ উন্নতির সুযোগ তুলার, কাজে লেগে থাকুন বৃষ অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী গ্রেপ্তার ১৬ বছর পর বদরগঞ্জের লোহানীপাড়ায় বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ
নবীগঞ্জের পানিউমদা ইউনিয়নের ১০০ হাত রাস্তা চলাচলের অনুপযোগী
প্রকাশ : রবিবার, ১১ সেপ্টেম্বর , ২০২২, ০৪:০৭:১৩ পিএম
জসিম উদ্দিন তালুকদার, নবীগঞ্জ, (হবিগঞ্জ) প্রতিনিধি::
1662890856.jpg
নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের প্রায় ১০০ হাত রাস্তাটির বেহাল দশা। বর্ষা মৌসুমে বিভিন্ন জায়গায় খানা খন্দের সৃষ্ট হয়েছে। রাস্তাটি বর্তমানে সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। এ রাস্তা দিয়ে এলাকার প্রায় ২০/২৫ টি পরিবারের মানুষ ও প্রতিটি পরিবারের স্কুল-কলেজ-মাদ্রাসায় পড়ুয়া ছাত্র-ছাত্রী যাতায়াত করে। প্রায় ১০-১২ বছর আগে নবীগঞ্জ উপজেলা ভূমি অফিসার রাস্তার পানি নিস্কাশনের জন্য একটি কালভার্ট নির্মাণ করেন। এছাড়া স্থানীয়দের উদ্যোগে বিভিন্ন সময় মাটি-বালুর বস্তা দিয়ে রাস্তাটি মেরামত করা হয় কিন্তু তারপরও রাস্তাটি নষ্ট হয়ে যায়। ইউনিয়ন বা উপজেলা থেকে রাস্তাটি সংস্কারের জন্য কোন ধরনের কাজ করা হয়নি। উল্লেখ্য বর্তমানে উক্ত রাস্তটির অবস্থা খুবই নাজুক। ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে ইউনিয়ন চেয়ারম্যান এদিকে কোন নজর দেন না। উক্ত এলাকায় বসবাসরত পরিবার থেকে শুরু করে ছাত্র-ছাত্রীরা মারাত্মক বেকায়দায় রয়েছেন। এমতাবস্থায় বর্তমান নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যানসহ নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষন করে রাস্তাটি মেরামতের জোর দাবি জানিয়েছেন স্থানীয় জনগন।

আরও খবর

🔝