gramerkagoj
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
নবীগঞ্জের পানিউমদা ইউনিয়নের ১০০ হাত রাস্তা চলাচলের অনুপযোগী
প্রকাশ : রবিবার, ১১ সেপ্টেম্বর , ২০২২, ০৪:০৭:১৩ পিএম
জসিম উদ্দিন তালুকদার, নবীগঞ্জ, (হবিগঞ্জ) প্রতিনিধি::
1662890856.jpg
নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের প্রায় ১০০ হাত রাস্তাটির বেহাল দশা। বর্ষা মৌসুমে বিভিন্ন জায়গায় খানা খন্দের সৃষ্ট হয়েছে। রাস্তাটি বর্তমানে সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। এ রাস্তা দিয়ে এলাকার প্রায় ২০/২৫ টি পরিবারের মানুষ ও প্রতিটি পরিবারের স্কুল-কলেজ-মাদ্রাসায় পড়ুয়া ছাত্র-ছাত্রী যাতায়াত করে। প্রায় ১০-১২ বছর আগে নবীগঞ্জ উপজেলা ভূমি অফিসার রাস্তার পানি নিস্কাশনের জন্য একটি কালভার্ট নির্মাণ করেন। এছাড়া স্থানীয়দের উদ্যোগে বিভিন্ন সময় মাটি-বালুর বস্তা দিয়ে রাস্তাটি মেরামত করা হয় কিন্তু তারপরও রাস্তাটি নষ্ট হয়ে যায়। ইউনিয়ন বা উপজেলা থেকে রাস্তাটি সংস্কারের জন্য কোন ধরনের কাজ করা হয়নি। উল্লেখ্য বর্তমানে উক্ত রাস্তটির অবস্থা খুবই নাজুক। ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে ইউনিয়ন চেয়ারম্যান এদিকে কোন নজর দেন না। উক্ত এলাকায় বসবাসরত পরিবার থেকে শুরু করে ছাত্র-ছাত্রীরা মারাত্মক বেকায়দায় রয়েছেন। এমতাবস্থায় বর্তমান নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যানসহ নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষন করে রাস্তাটি মেরামতের জোর দাবি জানিয়েছেন স্থানীয় জনগন।

আরও খবর

🔝