মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ ১৪ চৈত্র ১৪২৯
                
                
☗ হোম ➤ খেলাধুলা
নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ
ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত
ক্রীড়া ডেস্ক :
প্রকাশ: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩, ২:৫৪ পিএম |
এবারই প্রথম অনুষ্ঠিত হলো নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর প্রথম আসরে ভারতের বাজিমাত।
ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। ৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩৬ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ফেলে শেফালি ভার্মার দল।
পচেফস্ট্রুমে টস জিতে আগে ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভারত। তাদের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ইংলিশরা। গুটিয়ে যায় ৬৮ রানেই। সর্বোচ্চ ১৯ রান করেন রায়ানা ম্যাকডোনাল্ড গে। এছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেন কেবল অ্যালেক্স স্টোনহাউস (১১), সোফিয়া স্মাল (১১), নিয়াম হল্যান্ড (১০)। ৪ ওভারে মাত্র ৬ রান খরচে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন পেসার তিতাস সাধু। দুই উইকেট নিয়েছেন অর্চনা দেবী ও পার্শ্ববী চোপড়াও।
জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ২০ রানের ভেতরই সাজঘরে ফেরেন দুই ওপেনার শেফালি ভার্মা ও শ্বেতা শেরাওয়াত। তবে তৃতীয় উইকেট জুটিতে চাপ সামাল দেন সৌম্যা তিওয়ারি ও গোঙ্গাদি তৃষা। জয়ের লক্ষ্য বড় না থাকায় দু’জনেই ঝুঁকি না নিয়ে ব্যাট করার চেষ্টা করলেন। বল বুঝে খেললেন। দিনশেষে দুজনেই করেন ব্যক্তিগত ২৪ রান। তৃষা আউট হলেও ঋষিতা বসুকে নিয়ে জয় নিশ্চিত করেন সৌম্যা।
দল হারলেও অলরাউন্ড পারফরম্যান্সের কারণে টুর্নামেন্ট-সেরা খেলোয়াড় হয়েছেন ইংল্যান্ডের গ্রেস স্ক্রাইভেন্স। ৭ ম্যাচে ২৯৩ রান ও ৯ উইকেট শিকার করেন তিনি। এদিকে, গ্রুপ পর্বে দুর্দান্ত খেলেও সুপার সিক্সেই থেমে যায় বাংলাদেশের টুর্নামেন্ট।


গ্রামের কাগজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


সর্বশেষ সংবাদ
পাঠান এবং বাঙালিদের প্রশংসা করলেন শোয়েব
আবাহনীর সামনে দাঁড়াতেই পারলো না লিজেন্ডস অব রুপগঞ্জ
পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলবে ৪ এপ্রিল
এবার পেলে-ম্যারাডোনার পাশে মেসি
চুয়াডাঙ্গায় এক দিনের পরীক্ষায় অংশ নিয়ে মিলবে ড্রাইভিং লাইসেন্স
বাগেরহাটে ইটের বিকল্প হয়ে উঠছে পরিবেশবান্ধব কংক্রিট ব্লক
মন্ত্রিসভার বৈঠকে উঠছে ইসির আরপিও সংশোধনের প্রস্তাব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আদালত চত্বরে তুলকালাম, ব্যারিস্টারকে নিয়ে গেল পুলিশ
ফ্ল্যাট ভাড়া নিয়ে কিশোরীদের দিয়ে দেহ ব্যবসা করাতেন আরাভ
৩০ মার্চ পরীক্ষামূলক রেল চলবে পদ্মা সেতুতে
সংশোধন হচ্ছে মোটরসাইকেল নীতি
চাঁদা না পেয়ে সিকিউরিটি গার্ডকে ছুরিকাঘাত
দুই ঘণ্টার বৈঠকে ইসি আহসান হাবিব ও মেয়র জাহাঙ্গীর
রনির প্রথম ফিফটি, রানপাহাড়ের পথে বাংলাদেশ
আমাদের পথচলা | কাগজ পরিবার | প্রতিনিধিদের তথ্য | অন-লাইন প্রতিনিধিদের তথ্য | স্মৃতির এ্যালবাম
সম্পাদক ও প্রকাশক : মবিনুল ইসলাম মবিন | সহযোগী সম্পাদক : আঞ্জুমানারা
পোস্ট অফিসপাড়া, যশোর, বাংলাদেশ।
ফোনঃ ০২৪৭৭৭৬২১৮২, ০২৪৭৭৭৬২১৮০, ০২৪৭৭৭৬২১৮১, ০২৪৭৭৭৬২১৮৩ বিজ্ঞাপন : ০২৪৭৭৭৬২১৮৪, ই-মেইল : [email protected], [email protected]
কপিরাইট © গ্রামের কাগজ সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft