মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ ১৪ চৈত্র ১৪২৯
                
                
☗ হোম ➤ বিনোদন
‘আগুন’ জ্বালাতে প্রস্তুত জাহারা মিতু
বিনোদন ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩, ২:৫৮ পিএম |
আসন্ন ঈদে মুক্তি পাবে শাকিব খান এবং জাহারা মিতু অভিনীত সিনেমা ‘আগুন’। এই সিনেমাটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। এরইমধ্যে সিনেমাটির শুটিং প্রায় শেষের দিকে। বাকি রয়েছে শুধুমাত্র ২টি গান। এরপরই শাকিব ভক্তদের অপেক্ষার পালা শেষ। শুধু আগুন নয় শাকিব খানের আরো দুটি সিনেমা মুক্তি পেতে পারে আসন্ন ঈদে।
আগুন সিনেমাটি কবে মুক্তি পাবে জানতে চাইলে চিত্রনায়িকা জাহারা মিতু বলেন, আমি দর্শকদের সামনে আসতে প্রস্তুত। এখন শুধু হিরোর অপেক্ষায় আছি। শাকিব খান এখন দেশের বাইরে আছেন। দেশের ফিরলেই বাকি গান ২টির শুটিং শেষ করা হবে। আর তার পরেই প্রতিক্ষিত সেই মাহেন্দ্রক্ষণ আসবে। আশা করা যায় সামনে ঈদে শাকিব খান এবং আমার ‘আগুন’ প্রেক্ষাগৃহে জ্বলবে।
বলেন, মার্চ মাস থেকে ‘জার্সি নম্বর ১৬’র শুটিং শুরু হবে। সেখানে আমার চুলের রঙ কালো লাগবে। কিন্তু ‘আগুন’ সিনেমার গানের শুটিং শেষ না হলে কালো করা যাবে না। এজন্য অপেক্ষা করছি। তাছাড়া নতুন কাজ নিয়ে কথা চলছে। সব ঠিক হলে আপনারা জানতে পারবেন।
বর্তমান সময়ে দর্শকের মাঝে হলমুখী হওয়ার প্রবণতা ফিরে এসেছে। ‘জার্সি নাম্বার ১৬’ এই ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে বলে মনে করেন মিতু। সেই সঙ্গে বলেন, শুধু এই সিনেমা নয়, আমি মনে করি আমার অভিনীত সবগুলো সিনেমাই দর্শক ধরে রাখতে সহায়ক ভূমিকা পালন করবে।
এমন আত্মবিশ্বাস কিভাবে পোষণ করেন জামতে চাইলে এই অভিনেত্রী বলেন, আমি কিন্তু গণহারে সিনেমায় যুক্ত হই না। সবসময় চেষ্টা করি বেছে বেছে কাজ করার। চেষ্টা থাকে একটি চরিত্র থেকে অন্য আরেকটি চরিত্রে ভিন্নতা আনার। সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে সবসময় গল্প প্রাধান্য দেই। যেমন এই ছবির ক্ষেত্রে আমি কিন্তু জানতে চাইনি, আমার সহশিল্পী কে। চরিত্র ভালো লেগেছে বলেই যুক্ত হয়েছি।
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে সামনে আসেন জাহারা মিতু। এরপর ২০১৯ সালের অক্টোবরে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘আগুন’ সিনেমার মাধ্যমে যাত্রা করেন বড় পর্দায়। আগুন তার প্রথম সিনেমা হলেও বড় পর্দায় অভিষেক হয় কাজী হায়াত পরিচালিত ‘জয় বাংলা’ সিনেমা দিয়ে।


গ্রামের কাগজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


সর্বশেষ সংবাদ
পাঠান এবং বাঙালিদের প্রশংসা করলেন শোয়েব
আবাহনীর সামনে দাঁড়াতেই পারলো না লিজেন্ডস অব রুপগঞ্জ
পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলবে ৪ এপ্রিল
এবার পেলে-ম্যারাডোনার পাশে মেসি
চুয়াডাঙ্গায় এক দিনের পরীক্ষায় অংশ নিয়ে মিলবে ড্রাইভিং লাইসেন্স
বাগেরহাটে ইটের বিকল্প হয়ে উঠছে পরিবেশবান্ধব কংক্রিট ব্লক
মন্ত্রিসভার বৈঠকে উঠছে ইসির আরপিও সংশোধনের প্রস্তাব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আদালত চত্বরে তুলকালাম, ব্যারিস্টারকে নিয়ে গেল পুলিশ
ফ্ল্যাট ভাড়া নিয়ে কিশোরীদের দিয়ে দেহ ব্যবসা করাতেন আরাভ
৩০ মার্চ পরীক্ষামূলক রেল চলবে পদ্মা সেতুতে
সংশোধন হচ্ছে মোটরসাইকেল নীতি
দুই ঘণ্টার বৈঠকে ইসি আহসান হাবিব ও মেয়র জাহাঙ্গীর
চাঁদা না পেয়ে সিকিউরিটি গার্ডকে ছুরিকাঘাত
রনির প্রথম ফিফটি, রানপাহাড়ের পথে বাংলাদেশ
আমাদের পথচলা | কাগজ পরিবার | প্রতিনিধিদের তথ্য | অন-লাইন প্রতিনিধিদের তথ্য | স্মৃতির এ্যালবাম
সম্পাদক ও প্রকাশক : মবিনুল ইসলাম মবিন | সহযোগী সম্পাদক : আঞ্জুমানারা
পোস্ট অফিসপাড়া, যশোর, বাংলাদেশ।
ফোনঃ ০২৪৭৭৭৬২১৮২, ০২৪৭৭৭৬২১৮০, ০২৪৭৭৭৬২১৮১, ০২৪৭৭৭৬২১৮৩ বিজ্ঞাপন : ০২৪৭৭৭৬২১৮৪, ই-মেইল : [email protected], [email protected]
কপিরাইট © গ্রামের কাগজ সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft